বাংলা নিউজ > বায়োস্কোপ > Elvish Yadav: পার্টিতে কীভাবে সাপের বিষ সরবারহ করতেন এলভিশ? চার্জশিটে উঠে এল চমকপ্রদ তথ্য

Elvish Yadav: পার্টিতে কীভাবে সাপের বিষ সরবারহ করতেন এলভিশ? চার্জশিটে উঠে এল চমকপ্রদ তথ্য

কীভাবে সাপের বিষ সরবারহ করতেন এলভিশ?

সাপের বিষ মামলায় গত মাসে গ্রেফতার হন এলভিশ যাদব। বর্তমানে জামিনে ছাড়া পেলেও, তদন্তকারীদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ‘কোন চালাকি’ করে পার্টিতে সংগ্রহ করা হত এই নেশার দ্রব্য?

সাপের বিষ সংগ্রহের অভিযোগে শ্রীঘরে যেতে হয়েছিল ইউটিউবার এলভিশ যাদব। নেটমহলে ভীষণজনপ্রিয় তিনি। তাঁর ঝাঁ চকচকে লাইফস্টাইল, দামি দামি গাড়ি, দামি সানগ্লাস-ঘড়ি একসময় চোখ কপালে তুলত সকলের। তবে আপাতত সেই এলভিশের নামেই উঠেছে গুরুতর অভিযোগ। নয়ডা পুলিশ গতকাল উত্তর প্রদেশের একটি আদালতে দাখিল করা ১২০০ পাতার চার্জশিটে ফের উঠল বিগ বস ওটিটি ২-এর বিজেতার নামে বিস্ফোরক অভিযোগ। উল্লেখ করা হয়েছে, একটি ভার্চুয়াল ফোন নম্বর ব্যবহার করে রেভ পার্টির জন্য সাপের বিষ সংগ্রহ করতেন এবং তা ‘নেশাখোর’দের সরবরাহ করতেন তিনি। 

অভিযোগপত্রে বলা হয়েছে যে, যখন একটি পার্টির পরিকল্পনা করা হত এবং সেখানে সাপের বিষের প্রয়োজন পড়ত, তখন এলভিশ যাদব তার বন্ধু বিনয়কে কল করার জন্য ভার্চুয়াল নম্বর ব্যবহার করতেন। বিনয় তখন ঈশ্বরের কাছে নির্দেশগুলি পৌঁছে দেন, যিনি সেগুলিকে সর্প-প্রদর্শকদের কাছে পৌঁছন। অভিযোগপত্রে বলা হয়েছে, সাপুড়েরা তারপর সেই নির্দেশ অনুযায়ী তাদের সাপ নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছে যেতেন। বিনয়ের কল রেকর্ডে পুলিশ এলভিশের ভার্চুয়াল নম্বর খুঁজে পেয়েছে।

আরও পড়ুন: লাভ সেক্স অর ধোকা ২-তে মুখ্য চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী বনিতা, মিলল সাবাশি

এলভিশ, বিনয় এবং ঈশ্বরকে গত মাসে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং বর্তমানে তারা জামিনে বাইরে রয়েছেন।

নয়ডা পুলিশ আরও জানিয়েছে যে, ঈশ্বরের মালিকানাধীন একটি ব্যাঙ্কোয়েট হলে সাপ থেকে বিষ বের করা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, এলভিশ যাদব যে সাপুড়ের সঙ্গে যোগাযোগ রাখত, সেও এখন জেলে। পুলিশ ইউটিউবারের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট, ১৯৮৫ এর ধারাগুলি প্রয়োগ করার কারণও ব্যাখ্যা করেছে৷

আরও পড়ুন: ‘সানা এসে বলল, আমি একে ভালোবাসি, তুমি…’, প্রশ্ন পায়েলের! মাথা নেড়ে ‘না’ সৌরভের

সিনিয়র পুলিশ আধিকারিক বিদ্যা সাগর মিশ্র জানিয়েছেন যে, সাপের চরদের কাছ থেকে জব্দ করা বিষটি কোবরা পরিবারের সদস্য ক্রাইট সাপের অন্তর্গত। ‘আমরা সকল নামধারী অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছি। আমরা পর্যাপ্ত সংখ্যক সাক্ষীর বক্তব্যও অন্তর্ভুক্ত করেছি। এতে মুম্বাইয়ের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের একজন বিশেষজ্ঞ রয়েছে।’

আরও পড়ুন: ‘মোটা’ কটাক্ষে জেরবার সুনিধি এখন স্লিমট্রিম! গায়িকাকে ‘মুডবোর্ড’ ডাকলেন মাসাবা

গত বছরের নভেম্বরে, নয়ডার সেক্টর ৫১-এর একটি ব্যাঙ্কোয়েট হল থেকে পাঁচজন সাপ পারাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের কাছ থেকে নয়টি সাপ, যার মধ্যে পাঁচটি কোবরা, উদ্ধার করা হয়েছিল। প্রায় ২০ মিলি সন্দেহজনক সাপের বিষও পাওয়া যায়। সাপুড়েদেরও গ্রেপ্তার করা হয়েছিল এবং তারা এখন জামিনে রয়েছে। বিষয়টির তদন্ত পুলিশকে এলভিশ যাদব এবং অন্যান্য অভিযুক্তদের দিকে নিয়ে যায়।

বায়োস্কোপ খবর

Latest News

'বিতর্ক থেকে দূরে রাখ নিজেকে'…ইস্ট-মোহন বিতর্কের মাঝে আনোয়ারকে পরামর্শ সুনীলের… অগস্টে দাম বাড়লেও পুজোর মুখে সস্তায় মিলবে মদ, স্বস্তির খবর সুরাপ্রেমীদের জন্য ‘আগে পাত্তা দিত না, তারপর ওদের মাঠেই’… অজিদের দর্পচূর্ণ করার গল্প বিরাটের গলায় 'বাংলায় নবরাত্রি শুরু' লিখেই ট্রোল্ড জহর সরকার! 'ভুল' শুধরে কী বলছে নেটপাড়া? হঠাৎ ভেঙে যাওয়া সম্পর্ক দেবে মানসিক কষ্ট, দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.