সুজানের সঙ্গে বিয়ে ভাঙার পর লম্বা সময় একাই কাটিয়েছেন হৃতিক। কিন্তু পঞ্চাশ ছুঁইছুঁই নায়কের জীবনে ফিরে এসেছে প্রেম। আপতত সাবায় মজে ‘কহো না প্যায়ার হ্যায়' তারকা। বয়স তাঁদের সম্পর্কের মাঝে কোনও ফ্যাক্টর নয়। গত মাসেই ১৭ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে আর্জেন্টিনা ঘুরে এসেছেন হৃতিক। আর এবার মুম্বইয়ে ডিনার ডেটে ফ্রেমবন্দি হলেন বলিউডের ‘ফাইটার’। সঙ্গী তাঁর দুই পুত্র রিহান ও রিদান।
শুক্রবার রাতে মুম্বইয়ের হাক্কাসান রেস্তোরাঁর বাইরে সপরিবারে ধরা দিলেন হৃতিক। ডিনার ডেটে হৃতিকের দেখা মিলল সাদা শার্ট আর খাকি প্যান্টে, সঙ্গে সাদা জুতো। নীল রঙা পোশাকে এক্কেবারে নীলাম্বরি হৃতিকের প্রেমিকা। দিন দিন হ্যান্ডসাম হয়ে উঠছে হৃতিকের দুই পুত্র। কালো টি-শার্ট আর চারকোল প্যান্টে লেন্সবন্দি হল রেহান, আর রিদানের দেখা মিলল সাদা শার্ট আর ছাই রঙা ট্রাউসারে।
ডিনার সেরে ফেরবার পথে সাবার হাত শক্ত করে ধরে থাকলেন হৃতিক। আকারে-ইঙ্গিতে নায়কের বার্তা- ‘বেশ করেছি, প্রেম করেছি’। যদিও তাতে নিন্দকদের মুখ বন্ধ থাকল না। একজন কটাক্ষের সুরে লেখেন- ‘ড্যাডি তাঁর তিন সন্তানের সঙ্গে’। অপর একজন লেখেন- ‘বাবা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, ছেলেদের উপর কী প্রভাব পড়বে জানি না’। আরেক নেটিজেন লেখেন- ‘হৃতিকের মেয়ে আছে জানতাম না তো’।
যদিও ট্রোলারদের থোড়াই কেয়ার। জুটির বয়সের পার্থক্য নিয়ে চর্চা জারি রয়েছে। তা নিয়ে নানান কটাক্ষ ধেয়ে আসে তাঁদের দিকে। কিন্তু যাবতীয় নেতিবাচকতাকে দূরে সরিয়ে নিজেদের শর্তে বাঁচছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই খোলামেলা হৃতিক-সাবা। ১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে নিজের প্রেমের গল্পে হৃতিক শিলমোহর দিয়েছেন অনেক আগেই। দুজনের প্রেম এক কথায় জমে ক্ষীর! সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভালোবাসা জাহির করতেও কোনও কিন্তু বোধ নেই দুজনের। পরস্পরের হাতে হাত ধরে কোনও ডিনার ডেট , আবার কখনও মুভি ডেটে লেন্সবন্দি হন তাঁরা। সাবা এখন রোশন পরিবারেরই একজন হয়ে উঠেছেন। যে কোনও পারিবারিক সেলিব্রেশনে তাঁর উপস্থিতি চোখে পড়ে। হৃতিকের দুই ছেলে রিহান ও রিদানের সঙ্গেও দারুণ ভাব সাবা আজাদের।
২০০০ সালে ভালোবেসে সুজান খানকে বিয়ে করেছিলেন হৃতিক, তবে ১৪ বছর পর ভেঙে যায় সেই বিয়ে। যদিও প্রাক্তন স্ত্রীর সঙ্গেও বন্ধুত্ব অটুট হৃতিকের। প্রসঙ্গত, বক্স অফিসে হৃতিকের শেষ রিলিজ ছিল ‘বিক্রম বেদা’। শীঘ্রই দীপিকার সঙ্গে ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে হৃতিককে।