হৃত্বিক-দীপিকার 'ফাইটার' নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথম বার জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক-দীপিকা। সঠিক ও যথাযথ ভাবে ছবিটিকে তুলে ধরতে কোনও কিছুই বাকি রাখতে চাইছে না টিম 'ফাইটার'। ছবিতে দেখানো হবে ভারতীয় বিমান বাহিনীর রিয়েল লাইফ কর্মীদের। আর সেকারণেই বায়ুসেনা কর্মীদের সঙ্গে দেখা গেল হৃত্বিককে।
দিল্লিতে পৌঁছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের কর্মীদের মধ্যমণি হয়ে ছবি তুললেন হৃত্বিক রোশন। যে ছবিতে বায়ুসেনার উর্দি পরে দেখা গেল। যে উর্দিগুলি 'ফাইটার' ছবির প্রয়োজনে নাকি দান করবেন বায়ুসেনার ওই কর্মীরা। জানা যাচ্ছে, গত তিন দিন ধরে টিম 'ফাইটার' মুম্বইয়ের চান্দিভালি স্টুডিওর কম্পাউন্ডে, IAF ঘাঁটির ওয়ার মেমোরিয়ালের পটভূমিতে সংবেদনশীল দৃশ্যের শ্যুটিং করেছেন। সেখানে বায়ুসেনা কর্মীরা দিল্লির আইএএফ সদর দফতর এবং হায়দরাবাদ কাছে দুন্ডিগাল এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে মুম্বই পৌঁছেছিলেন।
আরও পড়ুন-অভিষেককে বাই বাই! দুবাই না গিয়ে কার টানে দেশেই থাকলেন ঐশ্বর্য
আরও পড়ুন-ফাইটার হতে হায়দ্রাবাদ উড়ে গেলেন হৃতিক, অ্যাকশন ভরা তৃতীয় কিস্তির শ্যুটিং শুরু

বিমানবাহিনীর কর্মীদের সঙ্গে হৃত্বিক রোশন
জানা গেছে, সেনাবাহিনীর অভিজ্ঞদেরও পর্দার আড়ালে ছবির প্রয়োজনে কাজ করার জন্য যুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর অভিজ্ঞ রামন চিব, যিনি কিনা আবার ছবির কার্যনির্বাহী প্রযোজক, তিনি ফাইটার-এর গল্পের সহ-লেখক হিসাবেও রয়েছেন। IAF পরামর্শক এবং প্রাক্তন সেনা অফিসার ভারলিন পানওয়ার পরামর্শদাতা হিসাবে বোর্ডে রয়েছেন।
প্রসঙ্গত এই ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ছবিতে হৃতিককে একজন ফাইটার জেট পাইলটের ভূমিকায় দেখা যাবে। ভারতীয় বায়ুসেনার প্রতি শ্রদ্ধাতেই তৈরি হচ্ছে 'ফাইটার' ছবিটিতে। ছবিতে দেশের সেরা ফাইটার জেট পাইলট হয়ে উঠতে হৃতিকের চরিত্রটির যাত্রা তুলে ধরা হবে। ছবিতে হৃত্বিক-দীপিকা ছাড়াও রয়েছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, সানজিদা শেখ এবং অক্ষয় ওবেরয়। ২০২৪-এর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'ফাইটার' ছবিটির।