ধর্মের ভিত্তিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেরুকরণ নিয়ে মুখ খোলেন সম্প্রতি বলি অভিনেত্রী হুমা কুরেশি। ৭ জুলাই থেকে তাঁর সিনেমা ‘তরলা’ আসছে জি ফাইভে। ২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াসপুর’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন উমা। দেখতে দেখতে কাটিয়ে ফেলেছেন ১৩ বছর। ‘বদলাপুর’ অভিনেত্রীকে বলতে শোনা যায়, তিনি কখনও অনুভবই করেননি তিনি একজন মুসলিম বা অন্যদের থেকে 'আলাদা'।
হুমা বরাবরই একজন স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। সম্প্রতি যখন তাঁকে প্রশ্ন করা হয় চলচ্চিত্রে মেরুকরণ বিদ্যমান কি না তখন একটু যেন অসন্তুষ্টই হয় তিনি। জবাব আসে, ‘আজকাল এই কথাগুলো শুনছি, আমি জানি না এই প্রশ্নগুলো কেন উঠছে।’ যাতে প্রশ্নকর্তা তাঁকে জবাব দেন, ‘এই কথাগুলো উঠছে কারণ, প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক মার্কিন সফরে তাঁকে সেখানকার মিডিয়া ভারতের মুসলিম অধিকার রক্ষার বিষয়ে প্রশ্ন করে। আপনি কি মনে করেন এটি সঠিক প্রশ্ন ছিল?’
যার জবাবে হুমা বেশ গুছিয়েই উত্তর দেন। বলেন, ‘আমি কখনোই বুঝতে পারিনি যে আমি মুসলিম এবং আমি আলাদা। আমার বাবা একটি রেস্তোরাঁ চালাচ্ছেন, সেলিম কৈলাশ কলোনিতে (দিল্লির)। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমি নিজেকে কখনও আলাদা অনুভব করিনি। তবে অন্য লোকেরা আমার থেকে আলাদা অনুভব করতেই পারে। আমি মনে করি, প্রশ্ন ওঠা উচিত এবং প্রতিটি সরকারেরই সেটা নিয়ে উত্তর দেওয়া উচিত।’ আরও পড়ুন: ‘পিরিয়ডসের তারিখ কবে?' যৌন দৃশ্যের শ্য়ুটিংয়ের আগে অম্রুতার কাছে জানতে চান অনুরাগ
আপাতত হুমার এই ভিডিয়ো ক্লিপটি অনলাইনে ভাইরাল। একজন নেট-নাগরিক জবাবে লিখেছেন, ‘একেবারে শেষে খেলে গেল হুমা কুরেশি’। আরেকজন লিখলেন, ‘খুব বুদ্ধিমানের মতো জবাব। হুমা, তাপসীরা বুঝিয়ে দেয় সব নায়িকা মোটা মাথার হয় না।’ তৃতীয়জন লিখেছেন, ‘ভারতের মতো নিরাপদ দেশ খুব কম আছে। যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝবে ততই মঙ্গল।’ আরও পড়ুন: অরিজিত সিং-এর কণ্ঠে নাচবেন সানি আর আমিশা! এই বিশেষ গানটি থাকছে গদর ২-তে
আপাতত ‘তরলা’র প্রচারে খুব ব্যস্ত হুমা। যা দেখা যাচ্ছে জি ফাইভে। ভারতের মহিলা শেফ তরলা দালালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘তরলা’ পরিচালনা করেছেন পীযূষ গুপ্তা এবং প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা, অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং নীতেশ তিওয়ারি। হুমাকে শেষ দেখা গিয়েছিল গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (২০২২) ছবিতে।