বাংলা নিউজ > বায়োস্কোপ > Huma Qureshi turned showstopper: কাশ্মীরে ফ্যাশন শোতে শো-স্টপার হুমা, নববধূর সাজে চোখ ধাঁধানো লুকে নায়িকা

Huma Qureshi turned showstopper: কাশ্মীরে ফ্যাশন শোতে শো-স্টপার হুমা, নববধূর সাজে চোখ ধাঁধানো লুকে নায়িকা

শো-স্টপার হুমা কুরেশি

Huma Qureshi turns Bride: কাশ্মীরে এক ফ্যাশন শোতে ডিজাইনার বরুণ বাহলের একটি ভারী সোনালি লেহেঙ্গা পরে র‌্যাম্পে হাঁটলেন হুমা কুরেশি। দেখুন ভিডিয়ো-

অভিনেত্রী হুমা কুরেশি এবং তাঁর ভাই সাকিব সেলিম ১২ সেপ্টেম্বর কাশ্মীরে আয়োজিত চমৎকার শোতে ফ্যাশন ডিজাইনার বরুণ বেহলের জন্য শো-স্টপার হয়েছিলেন। ডিজাইনার কাশ্মীরের মোহনীয় সৌন্দর্যের জন্য 'কাশ্মীরকে একটি প্রেমের চিঠি' নামে তাঁর এই নতুন ডিজাইনিং কালেকশনের নাম রেখেছেন।

হুমা একটি আধুনিক অথচ ঐতিহ্যবাহী নববধূর সাজে এ দিন ব়্যাম্পে হাঁটেন। রাজকীয় শ্যাম্পেন গোল্ড ব্রাইডাল লেহেঙ্গা পরে র‌্যাম্পে হুমার অনবদ্য সাজে ধরা দেন। ভারী লেহেঙ্গায জুড়ে ফুলের কাজ করা। ডিজাইনার ভারী ওড়না দিয়ে মাথা ঢেকেছেন তিনি। আরও পড়ুন: শাড়িতে অনবদ্য এভারগ্রিন রেখা, মানুষী থেকে বাণী, অ্যাওয়ার্ড শোয়ে চাঁদের হাট

ডিজাইনার বরুণ বেহলের ডিজাইন করা লেহেঙ্গা ফুলের ফ্লেয়ার, টোন-অন-টোন ফ্লোরাল মোটিফের সিম্ফনি দিয়ে আবৃত। অভিনেত্রীর অন-র‌্যাম্প ব্রাইডাল গ্ল্যাম, চোখের মেকআপ এবং রেট্রো-অনুপ্রেরিত হেয়ারস্টাইল সকলের নজর কেড়েছে। ভারী স্টেটমেন্ট নেকলেস, আংটি এবং দ্য হাউস অফ রামভাজোস থেকে সীস পাট্টি পরেছেন অভিনেত্রী।

অন্যদিকে, সাকিব গ্রুমের আউটফিট হিসেবে কালো শেরওয়ানি, কুর্তা এবং বরের বেশের সঙ্গে মিলিয়ে অলঙ্কার পরেছেন। এথনিক এই পোশাকের সঙ্গে গলায় ভারীয় নেকপিস পরেছেন সাকিব।

অন্যান্য মডেলরা ফুল থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি বরুণের পোশাক পরে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ব়্যাম্পে হেঁটেছেন। ডিজাইনারের ‘বিদেশী ফুল, কবিতা, কাশ্মীরের মতো একটি অত্যাশ্চর্য জায়গার রোম্যান্স এবং সত্যিকারের ভালোবাসা, সাধনার প্রতি ভালোবাসা’ তুলে ধরেছেন নিজের ডিজাইন করা পোশাকে।

হুমা কুরেশিকে শেষ দেখা গিয়েছিল ‘তারলা’ ছবিতে। তারলা দালাল-এর বায়োপিক 'তারলা'-তে মুখ্যভূমিকায় অভিনয় করছেন হুমা। তারলা দালাল ছিলেন একজন ভারতীয় শেফ, ফুড কলমিস্ট। 'তারলা' ছবির গল্পটি একজন সাধারণ মানুষ থেকে একজন কিংবদন্তি শেফ হওয়ার গল্প নিয়ে তৈরি। এই ছবি একজন কর্মজীবী মায়ের গল্প। যিনি একা হাতে ভারতে নিরামিষ রান্নার চেহারা পরিবর্তন করেছেন।

বন্ধ করুন