Star Kidsদের সাধারণত বলিউডে লঞ্চ করেন করণ জোহর। বেশ কয়েকবছর ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই রীতিই চলে আসছে। যদিও সম্প্রতি সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের এর ব্যতিক্রম হয়েছে। তবে এর আগে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, গুরফতেহ পিরজাদা, লক্ষ্য লালওয়ানি, এবং ধইরিয়া কারওয়াদের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে।এই তারকাদের সকলকেই লঞ্চ করেছেন করণ জোহর। আর এবার শোনা যাচ্ছে সেই ধারা অব্যাহত রেখে সইফ পুত্র ইব্রাহিম আলি খানকে বলিউডে লঞ্চ করতে চলেছেন করণ জোহর।
হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা যাচ্ছে, কাশ্মীরে পটভূমিতে তৈরি একটা থ্রিলারে কাজল, ও পৃথ্বীরাজের সঙ্গে দেখা যাবে সইফ পুত্রকে। ওদিকে পিঙ্কভিলা সূত্রে খবর, এটা ছাড়াও ইব্রাহিম আলি খান এ খুশি কাপুরকে নিয়ে একটা রম-কম বানাতে চলেছেন করণ। ঘনিষ্ঠ সূত্র বলছে, করণ জোহর ইব্রাহিম আলি খান ও খুশি কাপুরকে কেন্দ্রীয় চরিত্রে রেখে একটি পূর্ণাঙ্গ রোমান্টিক কমেডি বানানোর পরিকল্পনা রয়েছে করণের।' যদিও এই ছবিটি ডিজিটালের জন্য ধর্মা প্রোডাকশনের ডিজিটাল শাখা, ধর্মাটিক্স দ্বারা প্রযোজনা করা হবে বলে জানা যাচ্ছে। ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছর যার পরিচালনা করবেন শাওনা গৌতম। এবার এখন প্রশ্ন সেই ছবি দেখা কোথায় যাবে? জানা যাচ্ছে ছবিটির স্ট্রিমিংয়ের জন্য একটা শীর্ষস্থানীয় OTT প্ল্যার্টফর্মের সঙ্গে নির্মাতারা কথা বলছেন।
কৌতুহলীদের প্রশ্ন কী নাম হবে সেই ছবির?
নাহ, এখনও এই ছবির নামকরণ করা হয়নি। যাইহোক, নির্মাতারা ইতিমধ্যে বেশ কয়েকটি অদ্ভুত নাম ভেবে ফেলেছেন বলেও খবর। তবে এটা সেই ধরনের রোম্যান্টিক কমেডি হতে চলেছে যে ধরনের ছবি সাধারণত হিন্দি সিনেমার জন্য বানানো হয়ে থাকে। পরিচিত। তবে করণ মনে করছেন, এই ছবি বড় পর্দার থেকেও OTT-র জন্যই বেশি ফিট হবে।'
যদিও এটা ইব্রাহিম আলি খান ও খুশি কাপুরের জন্য যথাক্রমে সারজামিন এবং দ্য আর্চিসের পর দ্বিতীয় ছবি হতে চলেছে। ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে বলে খবর। নির্মাতারা এই ছবির বাকি চরিত্রে মানায় এমন অভিনেতাদের পেতে চাইছেন বলেও খবর। এদিকে অনেকেই হয়ত জানেন এই ছবির পরিচালক শাওনা গৌতম করণের সহ পরিচালক হিসাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। শাওনা 'সঞ্জু' ছবির জন্য রাজকুমার হিরানির সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন।