ছবিটি দেখে নিশ্চয়ই করিনা-সইফের ছেলে তৈমুর ভেবে ভুল করছেন! তবে এটা কিন্তু তৈমুরের ছবি নয়। তবে হ্যাঁ তৈমুরের সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। খুব ছোট বয়সেই তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। বাবার পরিবারের থেকে দূরে মায়ের কাছেই বড় হওয়া তবে এখন বেশ ভালো সম্পর্ক বাবা ও সৎ মায়ের সঙ্গে।
এই খুদে খুব জলদিই পা রাখবে বলিউডে। করণ জোহরের হাত ধরেই আসবে তাঁর প্রথম সিনেমা। তাঁর দিদি আপাতত বলিউডের নামজাদা হিরোইন। দিদি-ভাইয়ের মজাদার রিলস দেখতেও খুব পছন্দ করে নেট-নাগরিকরা।
বুঝতে পারলেন খুদেটি কে? আজ্ঞে হ্যাঁ, ইনি ইব্রাহিম আলি খান। সইফ আলি খানের ছেলে। মা অমৃতা সিং-ও ছিলেন নামি হিরোইন। যদিও এখন সেভাবে আর সিনেমা করেন না। দিদি সারা আলি খান, মায়ের প্রতিচ্ছবি। বলিউডের শক্ত কেরিয়ার গড়ে ফেলেছেন। আর দুই সৎ ভাই আছে ইব্রাহিমের, তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান। যাদের করিনা কাপুরের সঙ্গে সইফের দ্বিতীয় বিয়ে থেকে জন্ম।
আরও পড়ুন: মমতা নাকি ‘মোবাইল কম্পোজার’! গান বানানো নিয়ে আলটপকা ইন্দ্রনীল, ভয় দেখাল দিদিও
৫ মার্চ ২৩ বছরের জন্মদিন পালন করলেন ইব্রাহিম আলি খান। কিছুদিনের মধ্যেই বড়সড় ব্রেক পেতে চলেছেন সইফ আলি খানের বড় ছেলে। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ভিড় তাঁকে। তবে এই ছবিখানা শেয়ার করে নিয়েছেন পিসি সাবা। স্মৃতির গলিপথ ধরে হেঁটে, ভাইপোর তখন এবং এখন-এর ছবি শেয়ার করে নিলেন তিনি।
একগুচ্ছ ছবি দেন সাবা সামাজিক মাধ্যমে। যার মধ্যে প্রথমটিতে খেলনা গাড়িতে বসে আছে খুদে ইব্রাহিম। পরের ছবিটিতে তরুণ সাবার সঙ্গে সারা আর ইব্রাহিম। তৃতীয়টি বর্তমান সময়ে তোলা পিসি-ভাইপোর ছবি। একটি ছবিতে দেখা গেল সাবা, শর্মিলা, সারা আর ইব্রাহিমকে। ইব্রাহিম আর শর্মিলা ঠাকুরের একটা ছবিও রয়েছে। সইফের কোলেও দেখা গেল সারা আর ইব্রাহিমকে। পরের ছবিটি আবার বড়বেলার। কোনও এক পার্টিতে সইফ, সারা আর ইব্রাহিমকে। আর একেবারে শেষেরটি ইব্রাহিমের পোট্রেট।
আরও পড়ুন: দ্বিতীয়বার ছাদনাতলায় সলমন খানের ‘শালা’! সমুদ্রের ধারে চার হাত এক হবে, বিয়ের কার্ড ফাঁস
ছবি শেয়ার করে সাবা ক্যাপশন লিখেছেন, ‘তখন এবং এখন। মাশাল্লাহ, আমাদের ইগি পটার ২৩ বছর বয়সী হল! শুভ জন্মদিন ইব্রাহিম। তোমার জীবনে সুখ এবং সাফল্যের কামনা করছি। জ্বলজ্বল করার জন্যই তোমাকে তৈরি করা হয়েছিল। অনেক ভালোবাসা...সব সময় এবং চিরকাল। স্মৃতি...বেবি ইবু...আজ প্রাপ্তবয়স্ক। স্মৃতির পথের কয়েকটি মুহূর্ত…’
আরও পড়ুন: কদিন আগেও ‘বিছানায় সক্ষম’ দাবি করেছিলেন কীর সুমন! এবার বলছেন, ‘আর করব না…’
সইফ আলি খান এবং অমৃতা সিং এর দ্বিতীয় সন্তান ইব্রাহিম আলি খান। শীঘ্রই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তার প্রথম ছবি সরজমিন দিয়ে। ধর্ম প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন বোমন ইরানির ছেলে কায়োজ ইরানি। রিপোর্ট অনুযায়ী, কাজলও এই প্রকল্পে মুখ্য ভূমিকা পালন করবেন।