বিবাহবার্ষিকী হোক, জন্মদিন কিংবা জীবনের কোনও বিশেষ দিন ঘটা করে পালন করেন গায়িকা ইমন চক্রবর্তী। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায়ও শেয়ার করেন গায়িকা। নীলাঞ্জন ঘোষের সঙ্গে সুখী গৃহকোণ ইমনের। ২০২১ সালের জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আজ নীলাঞ্জনের জন্মদিন। বরের জন্মদিনে বিশেষ আয়োজন করলেন ইমন।
নীলাঞ্জনের জন্মদিনের ভিডিয়ো দিলেন ইমন
মধ্যরাতেই শুরু সেলিব্রেশন। ঘড়ির কাটা বারোটা বাজতেই বার্থ ডে বয় নীলাঞ্জনকে বড় সারপ্রাইজ দিলেন গায়িকা। কাছের মানুষদের জড়ো করেছেন এক জায়গায়। নীলাঞ্জনের জন্য সারপ্রাইজ পার্টি, কেকের আয়োজন করেছেন। সমস্ত আয়োজনটাই ঘরোয়া। উপহার হিসেবে ছিল ফুলের বুকেও। কেক দেখে খুশি হয়ে যান নীলাঞ্জন। এরপর কেক কেটে সকলের সঙ্গে ‘কেকমুখ’ সারেন। ইমনের পোস্টে নীলাঞ্জনকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: প্রয়াত প্রবীণ কন্নড় অভিনেতা-পরিচালক-প্রযোজক দ্বারাকীশ, বয়স হয়েছিল ৮১ বছর
আরও পড়ুন: একটি কারণের জন্য আজও সিঙ্গেল মিমি, ‘আলাপ’-এর প্রচারে এসে মনের কথা ফাঁস করলেন নায়িকা
ইমন-নীলাঞ্জনের বিয়ে
২০২১ সালের জানুয়ারি মাসে নীলাঞ্জন ঘোষের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইমন। সম্পর্কের বিষয়ে কথা উঠতে ইমন জানিয়েছেন, স্বামী হিসেবে তাঁর কাছে নীলাঞ্জন শ্রেষ্ঠ। ইমনের গান নিয়ে চর্চা তো হয়ই, আলোচনা চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। বছর তিনেক হল সুরকার নীলঞ্জন ঘোষকে বিয়ে করে সংসার করছেন ইমন।
আরও পড়ুন: বাড়ির সামনে গুলিবর্ষণের পর প্রথমবার দেখা মিলল সলমনের গাড়ির, কোথায় গিয়েছিলেন ভাইজান
ইমন-নীলাঞ্জনের প্রেম
বাংলাদেশের সংবাদমাধ্যম চ্যানেল আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমন জানিয়েছিলেন, নীলাঞ্জন তাঁকে কীভাবে ইমপ্রেস করেছিলেন। ইমন বলেন, ‘প্রথমদিন আমার কিন্তু ওকে একটা ভীষণ অসহ্য একটা মানুষ মনে হয়েছিল। ডেটে গিয়েও কি কেউ এভাবে গান নিয়ে আলোচনা করে। আমি প্রথমে রিজেক্ট করে দিয়েছিলাম। পরে অবশ্য আমার তরফেই বিয়ের প্রস্তাব গিয়েছিল।’
তবে সত্যিই কি চুপ ছিলেন নীলাঞ্জন ঘোষ? এ প্রসঙ্গে নীলাঞ্জন বলেন, ‘কফি খেতে গিয়েছিলাম, তবে দেখেছেন তো কীভাবে কথা না বলেও নিজের জীবনটাকে বদলে ফেলা যায়।’ ইমন-নীলাঞ্জন জানান, ওস্তাদ জাকির হোসেনকে নিয়েই নাকি তাঁদের কথা বলা শুরু হয়। নীলাঞ্জন ঘোষ জানান, ‘টানা জাকির হোসেনকে নিয়ে কথা বলেই আমরা প্রথমদিন কাটিয়ে দিই। উনি যে মাপের শিল্পী, সেই গুন কিছুটা পেলেও ধন্য হয়ে যাব বৈকি।’
‘আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে’
তবে নীলাঞ্জন ঘোষের প্রেমে পড়া, তাঁকে বিয়ে নিয়ে ইমন বলেন, ‘আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি জানেন তো। হয়ত সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার দিক থেকে ভালো। তবে বুঝেছি এই তালাটা, এই চাবিটার জন্য নয়। (নীলাঞ্জনকে দেখিয়ে) এই তালাটা এই চাবিটার জন্য। আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে। এটা উপর থেকে হয়ে এসেছে। কে কাকে পেয়েছে গুরুত্বপূর্ণ নয়। আমরা একে অপরকে পেয়েছি, একসঙ্গে জীবন কাটাচ্ছি। ভগবানের আশীর্বাদে আগামী দিনেও কাটাব। এটাই আসল বিষয়। ’
প্রসঙ্গত, টলিউডের অন্যতম খ্যাতনামা গায়িকা হলেন ইমন চক্রবর্তী। তাঁর ঝুলিতে আছে একাধিক পুরস্কার। আছে জাতীয় পুরস্কারও। উপহার দিয়েছেন একটার পর একটা হিট গান। তাঁর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনতে পছন্দ করেন না এমন মানুষ অনেক কমই আছেন।