টলিউডের পয়লা সারির গায়িকাদের তালিকায় নাম আসে ইমন চক্রবর্তীর। রবীন্দ্রসংগীত থেকে আধুনিক গান সবই ভালো লাগে তাঁর গলায় শুনতে। সামাজিক মাধ্যমেও অনুরাগীর সংখ্যা এখন আকাশছোঁয়া। রাস্তাঘাটেও আজকাল ইমনকে দেখলে ঘিরে ধরেন সকলে। তা বলে বয়সে বড়রাও পেন্নাম ঠুকবে লোক!
একটি সাদা-কালো ছবি শেয়ার করে নিলেন ইমন সামাজিক মাধ্যমে। জানালেন, তাঁর বয়স যখন ২১ বছর তখন ছবিটি তোলা। অবশ্য ছবি দেখে বোঝা দায়। এখনও একইরকম দেখতে তিনি। এতটাই সুন্দরী। যদিও গায়িকার দাবি তাঁকে নাকি ‘বড় বড় দেখতে’।
ইমন লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে। আমার থেকে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে বেরোলেও সবাই আমাকে ওর দিদি বলত। একটা হাসি হাসতাম আমি। আর ভেতরে ভেতরে খুব রাগ হতো।’
আরও পড়ুন: ২৬ বছরের দাম্পত্যে পাননি গর্ভের সন্তান! অপরাজিতা বলছেন, ‘সব পেলে নষ্ট জীবন’
তবে এখন নাকি এই সমস্যাটা আরও বেড়েছে। ইমনের কথায়, ‘এখন তো আরো মুশকিল সবাই দিদি বলে। তা বলুক। কারোর বয়স পঁয়তাল্লিশ, দেখা হলো, ঝপ করে একটা নমস্কার। কি জ্বালায় পড়েছি বলুন তো। ঝপ ঝপ করে পেন্নাম করে আমার পাপ আর বাড়াবেন না তো। ছোট বড় সবাইকে আমি আশীর্বাদ দিলাম। খুশি???’
আরও পড়ুন: ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি দিব্যাঙ্কা, ভেঙেছে হাতের দুটি হাড়, করাতে হবে অপারেশন
ইমনের এই পোস্টে বেশ মজা পেয়েছে নেট-নাগরিকরা। একজন কমেন্টে লিখলেন, ‘আমাকে আবার সবাই একটু বেশীই ছোট ভেবে ফেলে.. ছোটরা প্রথমে পাত্তা দেয় না, তারপর ঠিক বয়স জানতে পারলে দিদি দিদি করে।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘কী মিষ্টি করে বলেছ কথাটা। আমার তো তোমাকে খুব মিষ্টি লাগে। এখানেও মিষ্টি লাগছে।’
আরও পড়ুন: হচ্ছে স্মৃতিভ্রম, কোমরে অপরাশেন, ১০ দিন ধরে হাসপাতালে ঋতাভরীর বাবা, জাতীয় পুরস্কারজয়ী উৎপলেন্দু
ইমন বরাবরই স্পষ্টবক্তা। মাঝেমধ্যে অনলাইনে এসে ট্রোলারদেরও মুখ বন্ধ করে দেন তিনি। খুব অল্প বয়সে প্রাক্তন সিনেমার তুমি অন্য কারও সঙ্গে বেধো ঘর গানটি এনে দিয়েছে জাতীয় পুরস্কার তাঁর ঝুলিতে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টাপা টিনি, রঙ্গবতী, ও জীবন তোমার সাথে, আলাদা আলাদা-র মতো গানে ইমনের কণ্ঠ মন মাতিয়েছে সকলের।
সম্প্রতি ইমনকে খানিকটা খেদ নিয়েই বলতে শোনা যায়, ‘মানুষজন এমন করে আমার কোনও ট্যালেন্ট নেই, আমি কারও সঙ্গে থেকেছি বলেই কাজ পেয়েছি। আমি ইনস্টাগ্রামে ছবি-ভিডিয়ো দেই বলেই শো পাচ্ছি। এসব বলা মানে তো, আপনারই রুচি খারাপ। আমার কিছুই না।’