বাংলা নিউজ > বায়োস্কোপ > Utpalendu Chakrabarty: হচ্ছে স্মৃতিভ্রম, কোমরে অপরাশেন, ১০ দিন ধরে হাসপাতালে ঋতাভরীর বাবা, জাতীয় পুরস্কারজয়ী উৎপলেন্দু

Utpalendu Chakrabarty: হচ্ছে স্মৃতিভ্রম, কোমরে অপরাশেন, ১০ দিন ধরে হাসপাতালে ঋতাভরীর বাবা, জাতীয় পুরস্কারজয়ী উৎপলেন্দু

এখন কেমন আছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু?

৯ মে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল উৎপলেন্দুকে। বৃহস্পতিবার হল কোমরে আপরেশন। এখন কেমন আছেন জাতীয় পুরুস্কার-জয়ী পরিচালক?

এপ্রিল মাসের শুরুতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল জাতীয় পুরস্কারজয়ী বাঙালি পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীকে। প্রথমে ছিলেন এসএসকেএম হাসপাতালে। তারপর ১২ এপ্রিল তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করানো হয়। ১৮ তারিখ হল কোমরের অস্ত্রোপচার। 

জানা যাচ্ছে, উৎপলেন্দুর কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়েছে। পরিচালকের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়ই এখন দেখভাল করেন তাঁর। পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ সেভাবে নেই বললেই চলে। বর্তমানে মাঝেমধ্যেই স্মৃতিভ্রম হচ্ছে উৎপলেন্দুর। আপাতত ৩ দিন পরিচালককে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। তবে বাড়ি ফিরতে চাইছেন উৎপলেন্দু। সব ঠিক থাকলে, ছুটি পাবেন আগামী সপ্তাহে। 

দীর্ঘদিন ধরে অর্ধকষ্ট ভুগছেন ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো সিনেমা বানানো পরিচালক। আপাতত সরকারের তরফে দেওয়া বাড়িতেই থাকেন তিনি। একাই। ১৯৮২ সালে ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়। আর উৎপলেন্দু পেয়েছিলেন সেরা পরিচালকের সম্মান। রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদকও পেয়েছেন তিনি। 

আরও পড়ুন: কটাক্ষে বুড়ে আঙুল, ৬ বছরের ছোট রাতুলকে আজই বিয়ে রূপাঞ্জনার, কেমন সাজবেন বর-কনে?

হাসপাতালে ভর্তি হওয়ার পর ‘বেড সোর’ এবং সিওপিডি ধরা পরেছিল উৎপলেন্দুর। এখন অনেকটাই ভালো আছেন। রিজেন্ট পার্কের বাড়িতে খাট থেকে পড়ে গিয়ে চোট এসেছিল কোমরে। সেটাই অপারেশন করা হয়েছে। 

আরও পড়ুন: ভোট মিটলেই বিয়ে তৃণমূলের দেবাংশুর? প্রেমিকার সত্যি ফাঁস করলেন ‘খেলা হবে’র জনক

এদিকে উৎপলেন্দু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে, প্রশ্নের মুখে পড়তে হয় তাঁর দুই সন্তান ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদাকে। তা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে জবাব এসেছিল, ‘উনি নিজেই আমাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন। আমার ওঁর উপর সমবেদনা আছে, কিন্তু যে আমার মাকে (শতরূপা) অত্যাচার করত, তাঁকে আমি কীভাবে ক্ষমা করব। মা একাই তো বড় করেছে আমাকে। আর তাছাড়া ওঁর আগের স্ত্রী, একটা ছেলে গোগলও তো রয়েছে। কই তাদের তো কেউ প্রশ্ন করে না?’

আরও পড়ুন: ‘ওঁর তো আরেকটা বউ-বাচ্চা আছে, তাদের পিছনে পড়ুক’! বাবা উৎপলেন্দুর খোঁজ নিয়েছেন? জবাব ঋতাভরীর

অন্য দিকে, বর্তমানে উৎপলেন্দুর দেখভাল করা সন্তানসম অর্ঘ্য হিন্দুস্তান টাইংস বাংলাকে বলেন, ‘ঋতাভরী বা চিত্রাঙ্গদা কিংবা শতরূপা স্যানালকে জানানোর প্রশ্ন আসে না, বা আমার কাছে তাঁদের নম্বরও নেই। আমার মনে না উৎপলেন্দু বাবু ওঁদের জানাতে চায়। গতবার (বছর ছয় আগে প্রকাশ্যে উৎপলেন্দুর নামে শারীরিক, মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন শতরূপা ও ঋতাভরী) অসুস্থতার খবর নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। উনি আমাকে ছেলে বলে মানেন। আমাকে বহুবার বলেছেন, আমি ওটা ভুলে যেতে চাই। পিতৃত্ব তো ভোলা যায় না। তবে উনি ওই ট্রমায় আর ফিরতে চান না’।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...' রবিবার রাজ্য জুড়ে রান্না বনধ! অরন্ধনের অনুরোধ জুনিয়রদের, ধর্মতলায় জনস্রোত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.