ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে সঞ্চারী দাসের এলিমিনেশন বড় ধাক্কা ছিল বাঙালি দর্শকদের জন্য। তবে অরুণিতা কাঞ্জিলাল যা করে দেখাতে পারেনি, সেই স্বপ্নপূরণ করবে বিদিপ্তা, সেঁজুতিরা। এমন আশাতেই বুক বেঁধেছেন সকলে। ইন্ডিয়ান আইডল ১২-য় বাঙালি প্রতিযোগিদের জয়জয়কার শুরু থেকেই। সেরা ১৫য় জায়গা করে নিয়েছিল মোট ৭ বাঙালি প্রতিযোগী। যার মধ্যে থেকে সুপার সিঙ্গারের বিজয়ী সঞ্চারী দাস এবং প্রীতম রায় ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গিয়েছে। তবে ট্রফি জয়ের লড়াইয়ে টিকে রয়েছে বাকি পাঁচ জন।
রবিবার রাতের এপিসোডে বেশ চিন্তায় ছিল অনুষ্কার ভক্তরা। কারণ তার আগের সপ্তাহে বটম তিনে এসেছিলেন গায়িকা। এইবার তাঁকে না শো ছাড়তে হয় এই আশঙ্কার মাঝেই মিলল বিরাট সুখবর। এইবার ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে বিদায় নেননি কেউই। নো-এলিমেনশন সপ্তাহে সবচেয়ে বড় চমক থাকল নভদীপ ওয়াদির গাড়ি জিতে নেওয়া। ইন্ডিয়ান আইডলের মঞ্চে শনিবার মারুতি অল্টো K-10 গাড়িটি জিতে নেন এই প্রতিযোগী। এদিন বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং অনুরাধা পাড়োয়াল। অন্যদিকে রবিবারের এপিসোডে বিশেষ অতিথি হিসাবে দেখা মিলল জিতেন্দ্রর।
ইন্ডিয়ান আইডলের সেরা ১১ জনের মধ্যে রয়েছেন বাংলার সোনাক্ষী কর, অনুষ্কা পাত্র, বিদিপ্তা চক্রবর্তী, দেবস্মিতা রায় এবং সেঁজুতি দাস। কমবেশি সকলেই রিয়ালিটি শো-এর জগতে পরিচিত নাম। সেরা ১০ জনের তালিকায় কী জায়গা হবে পাঁচজনের? নাকি ফের ধাক্কা লাগবে বাঙালির? এই জবাব মিলবে চলতি সপ্তাহান্তে।
গতবার যেমন পবনদীপ রঞ্জন ইন্ডিয়ান আইডলের সবচেয়ে পপ্যুলার প্রতিযোগী ছিল, তেমনই এইবার সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী হিসাবে উঠে আসছে ঋষি সিং-এর নাম। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি পর্যন্ত ঋষির ভক্ত। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও দিনদিন বেড়েই চলেছে। এখন দেখবার ঋষির জনপ্রিয়তায় ফাটল ধরিয়ে বিদিপ্তা, সেঁজুতিদের কেউ বাংলার ঘরে ট্রফি এনে দিতে পারে কিনা। এই সিজনে ইন্ডিয়ান আইডলের বিচারক হিসাবে দেখা মিলছে হিমেশ রেশমিয়া, বিশাল দদলানি এবং নেহা কক্করের।