ইন্ডিয়ান আইডল ১৪ -তে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানানো হবে। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এই পর্ব। একই সঙ্গে যাঁরা এই দুর্ঘটনায় মানুষদের সাহায্য করেছিলেন, তাঁদের পাশে থেকে ছিলেন তাঁদের বীরগাঁথা শোনানো হবে। এই বিশেষ পর্বের নাম দেওয়া হয়েছে ফার্জ সে ফাইটার্স। আর এই পর্বের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন আদিত্য নারায়ণ, অর্থাৎ যাঁকে এতদিন সারেগামাপায়ের সঞ্চালনা করতে দেখা গেছে। এবার তিনি হুসেন কুয়াজেরওয়ালাকে সরিয়ে সোনি চ্যানেলের এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন। সেই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফিরে তিনি উচ্ছ্বসিত।
আদিত্য নারায়ণের পোস্ট
আদিত্য নারায়ণ এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবং সেখানেই জানান, 'বিশেষ পর্বের জন্য এই সপ্তাহের ইন্ডিয়ান আইডলের সঞ্চালনা করব আমি।' তাঁর এই পোস্টে মন্তব্য করেন বিশাল দাদলানি। তিনি আদিত্যকে পুনরায় এই স্টেজে ফিরে পেয়ে কতটা খুশি হয়েছিলেন সেটা জানিয়ে লেখেন, 'আমাদের সঙ্গে তোমায় ফিরে পেয়ে আদি খুব খুশি হয়েছিলাম। যদিও মাত্র কয়েকটি পর্বই, তবুও তোমার সেই চার্ম ছিলই।' আদিত্য তাঁর কমেন্টে উত্তর দিয়ে জানান তিনি ওঁদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।
শিরডিওয়ালে সাই বাবা গান গাইতে শোনা যায় এদিনের পর্বে। এছাড়া আদিত্য নারায়ণ এদিন ভোপালের সেই সময়কার স্টেশন মাস্টার গোলাম দস্তাকির, যিনি অনেকের প্রাণ বাঁচিয়েছিলেন তাঁর ছেলের সঙ্গে কথা বলেন। জানতে চান তাঁর বাবার সেই অভিজ্ঞতার কথা।
আদিত্য নারায়ণ এবারের সারেগামাপার সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। সদ্যই শেষ হয়েছে সেই শো। এবারের সারেগামাপার খেতাব জয় করেছেন বাংলার ছেলে অ্যালবার্ট কাবো লেপচা।