গত মাসের শেষে আচমকাই এসেছিল সুখবর। প্রেম করলেও সবটা গোপন রেখেছিলেন সৌরভ-দর্শনা। পরমব্রত-পিয়ার বহুচর্চিত বিয়ের রাতেই প্রকাশ্যে আসে টলিপাড়ার এই প্রেমের কাহিনি। শুক্রবার সাত পাক ঘুরবেন দুজনে। প্রাক-বিয়ের অনুষ্ঠান জমজমাট। সঙ্গে বিয়ের দিনের সাজ-পোশাকের এলাহি আয়োজনের ঝলক। আরও পড়ুন-সৌরভে ঘর বাঁধছেন দর্শনা, বিয়ের দিন নায়িকা সাজবেই শুধুই বেনারসিতে! আর বর?
বিয়ের দিন দর্শনার হাতে থাকবে বিশেষ গাছকৌটো। যেখানে তুলি রঙে ধরা দিয়েছেন সৌরভ ও দর্শনা। এবার সামনে এল দর্শনার আর্শীবাদের লুক। এনগেজমেন্ট হালফিলের ট্রেন্ড হলেও সাবেকি রীতিতে আর্শীবাদের সঙ্গেই শুভ সূচনা হয় বিবাহের। বুধবার হয়ে গেল সৌরভ-দর্শনার আর্শীবাদ পর্ব। কথামতোই আর্শীবাদেও বেনারসিতেই সাজলেন দর্শনা।
অভিনেত্রীকে এদিন পাওয়া গেল গোলাপি রঙা বেনারসিতে। সঙ্গে সোনার গয়না। সঙ্গে হালকা ঢেউ খেলানো খোলা চুল, আর হালকা মেকআপ। দর্শনার মতো সাবেকি সাজেই ধরা দিলেন সৌরভ। সপরিবারে দেখা মিলল টলিউডের মন্টু পাইলটের। বোন অরুণিনা সোশ্যালে দাদার প্রাক-বিয়ের মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের গ্র্যান্ড আসর। বিয়েতে নায়িকা কেমন সাজবেন? সেই নিয়ে কৌতুহল সবার মনে। জানা যাচ্ছে বিয়ের দিন দর্শনা শুধুই শাড়ি পরবেন! হ্যাঁ, আধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনারসি, গায়ে-হলুদের সময় হলুদ রঙা বেনারসি। আসলে বেনারসি ভীষণ প্রিয় অভিনেত্রী।
দর্শনার বিয়ের বেনারসি হতে চলেছে একদম স্পেশ্যাল। সিঁদুরে লাল রঙের বেনারসিটি স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছেন অভিনেত্রী। সেই শাড়ি নাকি আসল জরি দিয়ে বানানো হবে। ঠিক যেমন পুরনো দিনে সোনা-রুপোর জরি দিয়ে শাড়ি বোনা হত। দর্শনার বেনারসিটি সম্পূর্ণ হাতে বোনা। যার দাম লক্ষাধিক টাকা।
অল্প হলেও সত্যি’র সময় থেকে শুরু সৌরভ-দর্শনার বন্ধুত্ব।‘গোলেমালে গোল’-এর সেটে সেই বন্ধুত্বে নতুন রং লাগে। আপতত জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন দর্শনা। অন্য়দিকে দর্শনার তাঁকে বিয়ে করা নিয়ে নানামুনির যে এত মত তার জবাব দিয়েছেন সৌরভ। অভিনেতা বলেন, ‘দর্শনার আমাকে এখনও ফালতু লাগেনি। তাই আমরা বিয়েটা করছি। পরে যদি লাগে, সেই ব্যক্তিকে ম্যাসেজ করে বলে দেব, ‘ভাই ঠিকই বলেছিলে’।
এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন করেছেন সৌরভ। মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। সহবাসে বিশ্বাসী নন দর্শনা। তাই সোজা বিয়ের পিঁড়িতে অভিনেত্রী। কটাক্ষ-সমালোচনা উপেক্ষা করে নিজেদের ডি-ডে'র প্রস্তুতিতে জুটি।