বাদ দিলেন না ক্রিকেট জগতের ব্যক্তিত্বদেরও! এবার ক্রিস গেইলের বুকে হাত রেখে আইকনিক পোজ দিয়ে ছবি তুললেন ওরি। আর সেই ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ার পাতায়। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে উদ্বোধনী ম্যাচে আইপিএল ২০২৪-এর 'বিশেষজ্ঞ' প্যানেলে অপ্রত্যাশিত ভাবে দেখা মিলল ওরির।
জামাইকান ক্রিকেট তারকা ক্রিস গেইলের সঙ্গে ছবি তুলে এ দিন ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন ওরি। আর সেই ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ছবি শেয়ার করে ক্যাপশনে ওরি লেখেন, ‘ক্রিস গেইলকে স্পর্শ করেছি। এরপর কার পালা?’ দেখুন ছবি-
আরও পড়ুন: কর্ণাটককে হারিয়ে CCL চ্যাম্পিয়ন বাংলা, যিশুকে চায়ের আমন্ত্রণ জানালেন মমতা
কিছুদিন আগেই নিজেকে ‘লিভার’ (Liver) বলে ঘোষণা করেছিলেন ওরি, সেই নিয়ে কম মিম হয়নি। এমনিতেও সেলেবদের সঙ্গে তাঁর গা ঘেঁষে তোলা ছবি ঘিরেও কম চর্চা হয় না। তবে ট্রোলারদের একহাত নিয়ে ওরি বললেন, ‘তোমরা মিম বানাও, আমি তো টাকা বানাচ্ছি’।
প্রসঙ্গত, করণের কফি কাউচে বসে নিজের সম্পর্কে অনেক কিছুই খোলসা করেছেন ওরি। দেশের নামজাদা সমাজ মাধ্যম প্রভাবীরাও পৌঁছেছেন করণের সঙ্গে কফির কাপে চুমুক দিতে। সিজন ৮-এর শেষ এপিসোডের ধামাকেদার প্রোমোর শুরুতেই ওরির কাছে করণ জানতে চান, ‘তুমি কি সিঙ্গল?’ তাঁর স্পষ্ট জবাব, ‘আমার পাঁচজন রয়েছে….’। বিস্ময়ের সুরে করণ পালটা প্রশ্ন করেন, ‘তুমি পাঁচজনকে ডেট করছো?’ বেশ উত্তেজিত স্বরে ওরি জানান, ‘হ্যাঁ, আমি ঠকাচ্ছি। আমি চিটার… ওরি ইজ এ চিটার (কুছ কুছ হোতা হ্যায় ফেমাস ডায়লগের স্টাইলে)’। ওরির লাভ লাইফ নিয়ে বিস্ফোরক মন্তব্য শুনে কার্যত বাক্যহারা করণ জোহর।
ওরিকে নিয়ে সোশাল মিডিয়াতেও কৌতূহল প্রচুর। ইনস্টাগ্রামে তাঁর প্রচুর ফলোয়ার্স। এর মধ্যেই আবার ওরির লিঙ্কডইন প্রোফাইলের খবর ছড়িয়ে পড়েছে। সেই প্রোফাইলে লেখা রিলায়েন্স গ্রুপের স্পেশ্যাল প্রজেক্ট ম্যানেজার এই সোশাল মিডিয়া তারকা। ইশা আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও তাঁর বন্ধুত্ব রয়েছে। এদিকে এক সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ওরি জানিয়েছেন জীবনের স্কুল থেকে তাঁর শিক্ষা। আবার নিজেকে মার্কেটিং গুরু হিসেবেও দাবি করেছেন ওরি। এখন তো তাঁর এয়ারপোর্ট লুকেরও বেশ চাহিদা রয়েছে। প্রত্যেক জায়গাতেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন ওরি। নিজের এই খ্যাতি বেশ উপভোগ করেন তিনি।