দীর্ঘদিন ধরেই টেলিপাড়ার পরিচিত জুটি অর্ণব-ইপ্সিতা। ‘আলো ছায়া’ ধারাবাহিকে অভিনয়ের সময় অনস্ক্রিন বউদি-র প্রেমে পড়েছিলেন অর্ণব। বছর কয়েক যেতে না যেতেই আইনি বিয়েটাও সেরে ফেলেন দুজনে। ২০২২ সালের জানুয়ারি মাসে হঠাৎ করেই আইনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন মিষ্টি জুটি অর্ণব-ইপ্সিতা। সেইসময় ‘আলতা ফড়িং’ নিয়ে বেজায় ব্যস্ত নায়ক। অন্যদিকে জলসারই একাধিক মেগায় পার্শ্ব চরিত্রে চুটিয়ে অভিনয় করছিলেন ইপ্সিতা।
পরে জানান, ২০২২-এর ডিসেম্বরের শুরুতেই সামাজিকভাবে সাত পাক ঘুরবেন দুজনে। কিন্তু আচমকাই ছন্দপতন, মনোমালিন্যের জেরে সাময়িকভাবে আলাদা হন স্বামী-স্ত্রী। সেইসময় অর্ণবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছিল, শোনা যাচ্ছিল বিবাহবিচ্ছেদ হতে চলেছে দুজনের। কিন্তু না, অল্প সময়ের মধ্যেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দুজনে। বিচ্ছেদ নিয়ে বরাবরই দুজনে মুখে কুলুপ এঁটেছিলেন। চলতি বছর মার্চ থেকে ফের একসঙ্গে দুজনে।
অর্ণব-ইপ্সিতার সম্পর্ক জোড়া লাগায় দারুণ খুশি ভক্তরা। এই বছর জামাইষষ্ঠীর দিনও অর্ণবকে পাত পেড়ে খাওয়ালো ইপ্সিতার পরিবার। ফল, মিষ্টি থেকে পঞ্চ-ব্যাঞ্জন সবই ছিল জামাইয়ের জন্য। এখন প্রশ্ন হল তাহলে সামাজিক বিয়েটা কবে করছেন জুটি? এই নিয়ে আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, ‘আমাদের আইনি বিয়ে তো সারা হয়েই গিয়েছে। এখনও কিছু জানি না (সামাজিক বিয়ের তারিখ)। পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে নিজেরা সম্পূর্ণ তৈরি হয়ে তার পর সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা যেন কখনও বাড়তি চাপ না হয়ে যায়’।
আরও পড়ুন-জোড়া লেগেছে ভাঙা সম্পর্ক! পরিবারে নতুন সদস্যের আগমন বার্তা অর্ণব-ইপ্সিতার
গত মাসেই পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবরও দিয়েছিলেন জুটি। অর্ণব-ইপ্সিতা এখন ‘পেট পেরেন্ট’। পার্শিয়ান বিড়াল চমচমকে নিয়ে এখন সারাক্ষণ ব্যস্ত দুজনে।
‘আলতা ফড়িং’ শেষ হওয়ার পর আপতত টেলিভিশনের পর্দা থেকে দূরে রয়েছেন অর্ণব। অন্যদিকে ইপ্সিতাকে দর্শক দেখছে ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে। আপতত নিজেদের সম্পর্ককে আরও খানিকটা সময় দিতে চান জুটি। তারপর সামাজিক রীতিনীতি মেনে ‘গাঁটছড়া’ বাঁধবেন।