আগামী ৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের বড় মেয়ে ইরা খান আর নূপুর শিখরে। গত বছরই দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন এই জুটি। ইরার বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই মেয়ের বিয়ের জন্য আলোয় সেজে উঠেছে রিনা দত্তের বাড়ি। আমির এবং রিনার মুম্বইয়ের বাড়ির বেশ কিছু ছবি এসে পৌঁছেছে আমাদের কাছে।
আমির-রিনার মুম্বইয়ের বাড়ি
মেয়ের বিয়ে উপলক্ষে গোটা দোতলা বাড়ি আলোয় সাজিয়ে তুলেছেন আমির এবং রিনা। প্রাক বিবাহ অনুষ্ঠানের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন আমির কন্যা। মেয়ের বিয়ের জন্য নিজের হাতে গয়না কিনতে গিয়েছিলেন আমিরও। প্রাক বিয়ের অনুষ্ঠান থেকে ফুল আর নানা রঙের আলোয় বাড়ি সাজানো হয়েছে। আরও পড়ুন: সিদ্ধার্থের বাহুডোরে রোম্যান্টিক মেজাজে কিয়ারা, বিশেষ ভাবে মাতলেন বর্ষবরণে
প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইরা। পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে অতিথিরা সকলে মহারাষ্ট্রিয়ান স্টাইলে ডিনার করেছেন। আমির খানের দ্বিতীয় তথা প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ইরা খান সম্পর্কে
প্রসঙ্গত, দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ১৮ নভেম্বর বাগদান সারেন ইরা এবং নূপুর। ইমরান খান থেকে শুরু করে কিরণ রাও, ফাতিমা সানা শেখ সহ অনেকেই এসেছিলেন এই অনুষ্ঠানে।
আমির এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা। তাঁদের একটি ছেলেও আছে জুনায়েদ। ২০০২ সালে তাঁদের ডিভোর্স হওয়ার পর ২০০৫ সালে অভিনেতা কিরণ রাওকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও টেকেনি।
রিসেপশন পার্টি
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, বিয়ের পর গ্র্যান্ড রিসেপশন পার্টি রাখার প্ল্যান আছে ইরা-নূপুরের। সম্ভবত ১০ জানুয়ারি মুম্বইয়ে এই রিসেপশন পার্টি থ্রো করবেন তাঁরা। বেশ কিছু বলিউড সেলিব্রিটি আমন্ত্রিত এই রিসেপশন পার্টিতে।