বিয়ের পর্ব মিটেছে, তারপর মধুচন্দ্রিমা কাটাতে ইন্দোনেশিয়ার বালি উড়ে গিয়েছিলেন আমিরের মেয়ে-জামাই। তারপর সেখান থেকে ফিরেও এসেছেন আইরা-নূপুর। তবে সঙ্গে করে তাঁরা নিয়ে এসেছেন বেশকিছু চিরস্থায়ী স্মৃতি। ইন্দোনেশিয়ায় কাটানো মূহুর্ত চিরস্থায়ী করতে বিশেষ পদক্ষেপ করেছেন তাঁরা।
কী পদক্ষেপ নিয়েছেন আইরা ও নূপুর?
আমিরের মেয়ে-জামাই ইন্দোনেশিয়ায় গিয়ে শরীরে জুড়ে নিয়েছেন একটি বিশেষ স্থায়ী চিহ্ন। সেটা কী জানেন? কচ্ছপ। হ্য়াঁ, ঠিকই শুনছেন, আইরা তাঁর কলারবোনে একটা কচ্ছপের উলকি করিয়েছেন। আর একইভাবে নূপুরও তাঁর বাইসেপে একটা কচ্ছপের ট্যাটু করিয়েছেন। আইরা ছোট জোড়া কচ্ছপের ট্যাটু শরীরে জুড়েছেন। আর নূপুর তাঁর বাহুতে একটা বড় কচ্ছপ ডিজাইন করেছেন।

ইরা ও নূপুরের ট্যাটু
আইরা লিখেছেন, 'এটা পাগল করার মতো। আমি সারাদিন এটার দিকে তাকিয়ে থাকব'। নূপুর লিখেছেন, 'দ্বীপের কিছু মুহূর্তে ফিরিয়ে নিয়ে আসা।' এই পোস্টে নব-দম্পতি আইরা-নূপুরের জীবনে খুশির ছাপ স্পষ্ট।
সম্প্রতি আইরা, নূপুরের সঙ্গে তাঁর বিয়ের একটা সুন্দর টিজার ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে, ইরাকে একটি চমৎকার সাদা গাউনে দেখা গিয়েছে। একটা অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের মাঝে নূপুরের সঙ্গে প্রতিজ্ঞা বিনিময় করছেন তিনি। আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী, রিনা মেয়ের হাত ধরে আবেগপ্রবণ হয়ে হেঁটেছেন। টিজারটিতে আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদ রাওকেও দেখা গিয়ে।
আমির কন্যা আইরা বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ইন্দোনেশিয়ায় একান্তে মধুচন্দ্রিমা কাটানোর নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আইরা। সেই ছবিতে বালির হোটেলের সুইমিং পুলে লাল ব্রা পরে নূপুরের সঙ্গে ডুবে বসে থাকতে দেখা গিয়েছে আইরাকে। অপর ছবিতে আবার তোয়ালে গায়ে দেখা গিয়েছে আইরাকে। বোঝাই যাচ্ছে স্নানের মুহূর্তে ছবিগুলি তোলা। অন্যদিকে নূপুরকে খালি গায়েই দেখা গিয়েছে। ছবিতেই স্পষ্ট বিয়ের পর বরের সঙ্গে একান্ত মুহূর্ত দিব্যি উপভোগ করছেন আইরা।
গত ৩রা জানুয়ারি মুম্বইয়ে সইসাবুদ করে বিয়ে করেন আমিরের মেয়ে আইরা ও নূপুর শিখরে। বিয়ের আসরে গেঞ্জি আর শর্টস পরে দৌড়ে হাজির হয়েছিলেন আইরার 'ফিটনেস কোচ' বর। সেই দৃশ্য নিমেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এরপর উদয়পুরে ক্রিশ্চান রীতি মেনে ডেস্টিনেশন বিয়েও হয় আমিরের মেয়ে-জামাইয়ের। মেহেন্দি, সঙ্গীতেই আটকে থাকেনি আইরার প্রাক-বিয়ের অনুষ্ঠান। পাজামা পার্টিও করেছেন বর-কনে। ব্রা আর শর্টসে ফুটবল ম্যাচ খেলতেও দেখা গিয়েছে আইরা খানকে। পরে গত ১৩ই জানুয়ারি মুম্বইয়ে বসেছিল আইরা-নূপুরের বিয়ের গ্র্যান্ড রিসেপশন। সেখানে হাজির ছিল প্রায় গোটা বলিউড।