গত বছর যখন ডন ৩ ছবিটির ঘোষণা করা হয় তখন রীতিমত হইচই পড়ে যায়। শাহরুখ ভক্তরা মোটেই এটা মানতে পারেননি। আরও অনেকেই কিং খানকে সরিয়ে রণবীরকে ডন হিসেবে নিয়ে আসায় বেজায় চটেছেন। তবুও এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা, উন্মাদনা তৈরি হচ্ছিল। সকলে মুখিয়ে ছিল এটা দেখার জন্য যে কেমন জয় ছবিটি। কিন্তু এবার জানা যাচ্ছে পিছিয়ে যেতে পারে এই ছবির শ্যুটিং।
কী জানা গেল ডন ৩ নিয়ে?
ডন ৩ ছবিটি পরিচালনা করবেন ফারহান আখতার। ছবির স্ক্রিপ্ট এবং গল্প লিখেছেন ফারহান আখতার, পুষ্কর, গায়ত্রী। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। তাঁর বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবানিকে। প্রথমে শোনা গিয়েছিল অগস্ট মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। কিন্তু এবার জানা গেল না, সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন: ছোট পর্দায় ফের সৃজলা! দেখা মিলবে কোন ধারাবাহিকে?
আরও পড়ুন: বিরাটের নতুন হেয়ারস্টাইলে মুগ্ধ নেটপাড়া, এরম হেয়ারস্টাইলে করার আগে জানুন আসল গল্প
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারহান জানিয়েছেন তিনি জুলাই মাস থেকে এই ছবির শ্যুটিং করবেন। সেখানে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তাই তিনি আপাতত সেটায় সম্পূর্ণ মনোযোগ দিতে চান। তাই আপাতত ডন ৩ কে স্থগিত রাখা হল। যদিও ফারহান আখতারের নতুন ছবি প্রসঙ্গে এখনও তেমন কিছু জানা যায়নি।
অন্যদিকে ডন৩ ছবির শ্যুটিং পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ হল এই ছবিতে কাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে সেটা এখনও নির্বাচন করা হয়নি। মাঝে শোনা গিয়েছিল ইমরান হাশমিকে হয়তো সেই চরিত্রে দেখা যাবে। কিন্তু পরে অভিনেতা জানান এই খবর সত্য নয়। ফলে এই স্থান এখনও ফাঁকা আছে, একই সঙ্গে স্ক্রিপ্টে বেশ কিছু বদল আনা হচ্ছে। তাই সবটা মিলিয়েই আপাতত অগস্ট মাসেই ডন ৩ ছবিটির শ্যুটিং শুরু করা যাবে না। আর তারপরই সেপ্টেম্বর মাসে আবার দীপিকা এবং রণবীরের সন্তান আসছে। তাই হয়তো এই বছরের শেষ দিকে এই ছবির কাজ শুরু হবে।
আরও পড়ুন: ফিরছে চুলবুল পাণ্ডে? দাবাং ৪-এর নিশ্চিত বার্তা আরবাজের, পরিচালকের আসনে কে?
আরও পড়ুন: 'প্রথম রান্না...' বিয়ে হতে না হতেই রান্নাঘরে কৃতি! শ্বশুরবাড়ির জন্য বানালেন কী?
ডন প্রসঙ্গে
এর আগে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে ডনের চরিত্রে দেখা গিয়েছিল। এবার পালা রণবীর সিংয়ের। এখন তিনি এই চরিত্রে কেমন ভাবে আর কতটা ফুটিয়ে তোলেন সেটাই দেখার।