আইপিএলের মরশুম আসার আগেই একেবারে নতুন লুকে, নতুন অবতারে ধরা দিলেন বিরাট কোহলি। তাঁর হেয়ারস্টাইল, ভ্রুর কাট দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। বলা ভালো বিরাটের এই নতুন লুকে মজে রয়েছে গোটা নেটপাড়া। বাবা হওয়ার পরও এটা তাঁর প্রথম নতুন লুক বা হেয়ারস্টাইল। তাঁর স্টাইলিস্ট জানিয়েছেন ব্যাট বল হাতে মাঠ কাঁপানোর আগে বিরাট তাঁর লুক বদলেছেন। কিন্তু তাঁর এই লুকের নেপথ্যে থাকা আসল কারণটি জানেন?
বিরাট কোহলির নতুন লুকের গল্প
এদিন বিরাট কোহলির কেয়ারস্টেলিস্ট আলিম হাকিম ক্রিকেটারের একাধিক ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে তিনি ক্যাপশনে বিরাটের এই লুকের নেপথ্যে থাকা আসল গল্পটি জানালেন। তিনি এদিন ভামিকার বাবার নতুন স্টাইলের ছবি পোস্ট করে লেখেন, 'দ্য ওয়ান অ্যান্ড ওনলি কিং কোহলি।'
আরও পড়ুন: দাদাগিরির মুকুটে নতুন পালক! সৌরভের শো - কে বিশেষ সম্মান ডাকবিভাগের, কী বলুন তো?
এরপর তিনি ব্যাখ্যা করে লেখেন, 'ওঁর এই নতুন হেয়ারস্টাইল হল বর্তমান যুগের মুলেট যা ৯০ এর দশকের মুলেট থেকে অনুপ্রাণিত যখন ছেলেরা বড় বড় চুল রাখতেন। বিরাটের এই নতুন মুলেট লুকে বর্তমান যুগের ছোঁয়া আছে।' আলিম আরও জানান, 'বিরাট ভীষণই সুন্দর একজন পুরুষ। ও যাই করুক তাতেই ওকে ভালো লাগে। আইপিএলের আগে আমি তাই ওকে একটা নতুন এবং ফ্রেশ লুক দিতে চেয়েছিলাম। ওই জন্যই সাইড থেকে ওর চুল কেটে এবং ধারওয়ালা লুক দিয়েছি। আর সেই জন্য আইব্রো কেটেছি একটু। যেহেতু বিরাট মাঠে ভীষণই অ্যাগ্রেসিভ, তাই এই লুক ওঁর জন্য একেবারে যথাযথ।'
আরও পড়ুন: সোহম - পরীমনির ছবিতে এবার তৃতীয় মুখ মধুমিতা, তবে কি থ্রিলারেও থাকবে ত্রিকোণ প্রেমের ছোঁয়া?
বিরাট প্রসঙ্গে
বিরাট কোহলিকে আগামীতে আইপিএলের মরশুমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমে দেখা যাবে। সদ্যই তিনি দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন। তাঁর এবং অনুষ্কার দ্বিতীয় সন্তান তথা তাঁদের ছেলের নাম অকায়। ইংল্যান্ডে জন্ম হয়েছে তাঁদের ছেলের।