বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun-Malaika Wedding: সামনেই বিয়ে নাকি অর্জুন-মালাইকার? ইনস্টায় তো তেমনই ইঙ্গিত করলেন বলি-সুন্দরী

Arjun-Malaika Wedding: সামনেই বিয়ে নাকি অর্জুন-মালাইকার? ইনস্টায় তো তেমনই ইঙ্গিত করলেন বলি-সুন্দরী

বিয়ে করছেন নাকি অর্জুন-মালাইকা?

‘হ্যাঁ করলাম’, লিখে একটা ছবি দিলেন মালাইকা আরোরা। তিনি আর অর্জুন কাপুর তাহলে কি বসছেন বিয়ের পিঁড়িতে?

তবে কি খুব জলদি পরিণতি পেতে চলেছে মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের প্রেম? আরবাজ খানের প্রাক্তন স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেই ইঙ্গিতই মিলেছে। যদিও স্পষ্ট করে তিনি কিছুই বলেননি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকেই শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন এই মডেল-অভিনেত্রীকে। আবারও একটা হাই-প্রোফাইল বিয়ের সাক্ষী হতে চলল নাকি বলিউড? নাকি, এটাও রণবী-আলিয়ার বিয়ের মতো ঘরোয়া ভাবেই করা হবে!

বৃহস্পতিবার একটি ছবি দিলেন মালাইকা। আর ক্যাপশনে লিখলেন, ‘আমি হ্যাঁ বললাম’। কালো আফটফিটে একটা দুর্দান্ত ফোটো শেয়ার করেছেন মাল্লা। যদিও ছবির থেকে নজরে বেশি আসছে ক্যাপশনখানাই। আপনারাও দেখে নিন মালাইকার সেই পোস্ট--

বয়সের ফারাক, মালাইকার ডিভোর্সি স্টেটাস কোনওটাই তাঁদের প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি। কবে বিয়ে করছেন এই প্রেমিক যুগল? হামেশাই এই প্রশ্নে জেরবার হতেন তাঁরা। তাঁদের সম্পর্কের বয়স চার পেরিয়ে গিয়েছে। আগে অনেক রাখঢাক থাকলেও এখন ব্যাপারটা খুল্লামখুল্লা। একসঙ্গে ভ্যাকেশনে গেলে ছবিও শেয়ার করেন। প্রকাশ্যেই করেন প্রেম জাহির। তাই বিয়েটা এবার হয়ে গেলে একেবারেই মন্দ হয় না। 

তবে এই সম্পর্কের কারণে একাধিকবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে মালাইকাকে। বারবার তাঁকে বয়স তুলে করা হয়েছে আক্রমণ। এমনকী, একসময় সলমনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্জুন বিরাগভাজন হয়েছেন ভাইজানের। দাদার বউ (হোক না প্রাক্তন), মানতে পারেননি দাবাং খান! এখন দেখবার বাস্তবেই কি ব্যান্ড-বাজা-বারাত নিয়ে মালাইকাকে ‘দুলহানিয়া’ বানাতে চলেছেন অর্জুন। নাকি এটা সম্পূর্ণ একটা আলাদা কিছু। কী হয় কী হয়…তা না হয় সময়ই বলুক। 

 

 

 

 

 

 

বন্ধ করুন