বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri-The Kashmir Files:হিন্দু পণ্ডিতদের কথা আবারও উঠে আসবে পর্দায়? দ্য কাশ্মীর ফাইলস ২ নিয়ে কী বললেন বিবেক?

Vivek Agnihotri-The Kashmir Files:হিন্দু পণ্ডিতদের কথা আবারও উঠে আসবে পর্দায়? দ্য কাশ্মীর ফাইলস ২ নিয়ে কী বললেন বিবেক?

দ্য কাশ্মীর ফাইলস ২ নিয়ে কী বললেন বিবেক?

Vivek Agnihotri-The Kashmir Files: ২০২২ সালে মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। আর কোভিডের পর যে কটা ছবি মারাত্মক ভাবে হিট করেছিল এটা তার অন্যতম। প্রায় ৩০০ কোটির ব্যবসা করে ছবিটি।

কোভিডের পর একটা সময় পর্যন্ত দর্শকরা হল বিমুখ ছিলেন। হলে যেতে ভয় পাচ্ছিলেন। এমনকি OTT মাধ্যমের উত্থানের জন্য বদলে গিয়েছে তাঁদের স্বাদও। ভালো কন্টেন্ট না হলে ছবি মোটেই সাড়া পাচ্ছে না বক্স অফিসে। এমন সময় দাঁড়িয়ে প্রথম দিকে যে কটা ছবি তুমুল ব্যবসা করেছিল, সুপারহিট হয়েছিল সেগুলির অন্যতম হল বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস। ২০২২ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে। এরপরই নাকি একাধিক প্রযোজনা সংস্থা পরিচালকের কাছে আসেন এই ছবির দ্বিতীয় ভাগ বানানোর দাবি নিয়ে।

গলাট্টা প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী জানান একাধিক প্রযোজনা সংস্থা এবং নামজাদা সব তারকারা তাঁকে দ্য কাশ্মীর ফাইলস ছবির সিক্যুয়েল বানানোর কথা বলেছেন। তিনি তাঁর কথায় আরও দাবি করেন যে তাঁকে প্রযোজকরা ৩০০ কোটি টাকা পর্যন্ত অফার করেছেন এই ছবির জন্য। তবে নিজেকে সেই লোভ থেকে দূরেই রেখেছেন তিনি।

বিবেকের কথায়, 'আমি ওই ফাঁদে পড়তে চাই না। কাশ্মীর ফাইলসের পর প্রায় প্রত্যেক প্রযোজক সংস্থার তরফে আমায় ২০০-৩০০ কোটি টাকা দিতে রাজি ছিল। এমনকি একাধিক তারকারা আমায় ফোন করে জানিয়েছেন যে তাঁরা দ্য দিল্লি ফাইলস বা দ্য কাশ্মীর ফাইলস ২ হলে সেখানে অভিনয় করতে চান।'

আরও পড়ুন: 'ক্ষমতা থাকলে মণিপুর ফাইলস বানান', বিবেককে বিদ্রুপ নেটিজেনের, উত্তরে কী বললেন পরিচালক

আরও পড়ুন: কাশ্মীর ফাইলসের জন্য ‘জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি’-র সম্মান, মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী

তিনি আরও বলেন, 'আমি চাইলে টাকা কামানোর আশায় এই ছবিটা করতেই পারতাম, কিন্তু সেটা না করে একটা অল্প টাকার ছবি বানাই। গত ৫০ দিন ঘুমাইনি, সমানে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। পল্লবী (অভিনেত্রী পল্লবী যোশী, বিবেকের স্ত্রী) আর আমি সমানেই দৌড়ে যাচ্ছি। আমরা যতটা যা আয় করেছি এই দ্য ভ্যাকসিন ওয়ার ছবিতে বিনিয়োগ করেছি। এটা না চললে আমি আবার আগের জায়গায় ফিরে যাব।'

প্রসঙ্গত দ্য কাশ্মীর ফাইলস ছবিটিতে মূলত ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তাঁরা যে কাশ্মীর ছেড়ে দলে দলে পালিয়ে এসছিলেন সেটাই দেখানো হয়েছে। এখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, প্রমুখকে। বক্স অফিসে ছবি হিট করলেও অনেকেই এটিকে প্রোপাগান্ডা ছবির আখ্যা দিয়েছিলেন সেই সময়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.