সম্প্রতি জাভেদ আখতার অ্যানিম্যাল ছবিটিকে কড়া ভাষায় কটাক্ষ করেন। তারপরই রণবীর কাপুর অভিনীত এই ছবির টিমের তরফে এই বর্ষীয়ান গীতিকার এবং লেখকের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। জাভেদ আখতার সেলিম খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন যেমন, জাঞ্জির, শোলে, ইত্যাদি। টিম অ্যানিম্যালের তরফে জাভেদ আখতারকে কটাক্ষ করা হলে এই বর্ষীয়ান অভিনেতার ভক্তরা এবার সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিল সন্দীপ রেড্ডি ভাঙা এবং তাঁর টিমকে।
এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে জাভেদ আখতারের ভক্তরা তাঁর পুরনো কাজের ক্লিপ পোস্ট করছেন। এক্সে অ্যানিম্যাল নিয়ে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাঁদের পেজে সেখানে গিয়েই এবার জাভেদ ভক্তরা তাঁর কাজের নমুনা ছেপে দিয়ে আসছেন।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'
আরও পড়ুন: স্ত্রীকে বেমালুম চিনতেই পারলেন না দাদা! কেস খেয়ে সৌরভ বললেন 'আমাকে ফাঁসি দিয়েছে ডোনা'
কিছুদিন আগেই জাভেদ আখতার কথা প্রসঙ্গে আজকালকার বাণিজ্যিক ছবি কেন ভয়াবহ হয়ে উঠছে সেটার ব্যাখ্যা করতে গিয়ে অ্যানিম্যাল ছবিটির নাম না করেই এই ছবিতে থাকা জুতো চাটার বিষয়টি তুলে আনেন।
কে কী লিখলেন?
এদিন এক ব্যক্তি শাহরুখ খান অভিনীত ওম শান্তি ওম ছবিটির দাস্তানে ওম শান্তি ওম গানটির ক্লিপ পোস্ট করে লেখেন জাভেদ আখতারের এই একটি গানই সন্দীপ রেড্ডি ভাঙার গোটা ফিল্মোগ্রাফির থেকে ভালো। কেউ আবার শাহরুখের স্বদেশ ছবির পল পল হ্যায় ভারী গানটির ক্লিপ পোস্ট করে লেখেন, 'সত্যিই জাভেদ আখতারের আর্ট ফর্ম পুরোটাই ভুয়ো। এদিকে তাঁর কাজের নমুনা এমন....'
আরও পড়ুন: আকাশে ওড়ার জন্য প্রস্তুত হৃতিক-দীপিকা, ফাইটারের নতুন গান ‘হীর আসমানি’তে রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া
কেউ আবার অমিতাভ বচ্চন অভিনীত দিওয়ার ছবিটির ক্লিপ পোস্ট করে লেখেন, 'সন্দীপ রেড্ডি ভাঙা যখন জাভেদ আখতারকে ভুয়ো বলছেন তার কয়েক দশক আগে তিনি আলফা, মাস, ইত্যাদির সংজ্ঞা দিয়ে গিয়েছেন।' আরও অনেকেই এগিয়ে এসে জাভেদ আখতারের পাশে দাঁড়িয়ে এক হাত নিয়েছেন অ্যানিম্যাল ছবির নির্মাতাকে।
অ্যানিম্যাল প্রসঙ্গে
গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে। কখনও যৌন দৃশ্যের জন্য, কোনও মহিলাদের খাটো করে দেখানোর জন্য। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরি প্রমুখকে।