ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে গত শনি এবং রবিবার সম্প্রচারিত হল দত্ত পরিবার বিশেষ পর্ব। সেখানে কেবল সঞ্জয় দত্ত নন, সুনীল এবং নার্গিস দত্তের ছবির গানও গাওয়া হয়। আর সেখানেই তাক লাগালেন বাংলার ছেলে দীপন মিত্র।
ইন্ডিয়ান আইডলে দীপনের গান
দত্ত পরিবার বিশেষ পর্বে দীপন মিত্র পড়োসন ছবি থেকে দুটো গান গেয়ে শোনান। একটি হল মেরে সামনেওয়ালি খিড়কি, আরেকটি হল বিন্দু রে। তাঁর এই গান শুনে মুগ্ধ হয়ে যান সকলে। কেবল গান নয়, তিনি এদিন পাল্টে ফেলেছিলেন তাঁর ভোল। গান গাইতে গাইতে ঢুকে গেছিলেন চরিত্রে। শ্রেয়া তো তাঁর গান শুনতে শুনতেই বারবার মুগ্ধতা প্রকাশ করেন। অন্যদিকে সঞ্জয় দত্ত এবং বিশালও তাঁর বেজায় প্রশংসা করেন।
আরও পড়ুন: 'আসবেন না', পরপর শোতে বিশৃঙ্খলা, রেগে গিয়ে কাদের শোতে আসতে বারণ করলেন রূপম?
এদিন শ্রেয়া ঘোষাল দীপনের উদ্দেশ্যে বলেন, 'টু গুড। ভীষণ ভীষণ ভালো।' বিশাল দীপনের তারিফ করে বলেন, 'এটা তোমার সেরা পারফরমেন্স। তুমি গাইতে গাইতে পুরো চরিত্রে ঢুকে গেছিলে।' অন্যদিকে সঞ্জয় দত্ত দীপনের উদ্দেশ্যে বলেন, 'তুমি আমার বাবার কথা মনে করিয়ে দিলে। খালি সাইজে একটু ছোট এই যা। দুর্দান্ত গাইলে।'
এরপর এদিনের পর্বে এই ছবির বিষয়েও কথা বলতে শোনা যায় তাঁকে। বাদ যায় না সুনীল দত্ত এবং কিশোর কুমারের বন্ধুত্বের কথা।
ইন্ডিয়ান আইডল ১৪ প্রসঙ্গে
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।