বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol 14: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'

Indian Idol 14: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'

ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল

Indian Idol 14: ইন্ডিয়ান আইডলের মঞ্চে সুনীল দত্ত এবং নার্গিস দত্তের বিশেষ পর্ব চলছে। সেখানে কী গান গেয়ে তাক লাগালেন দীপন মিত্র।

ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে গত শনি এবং রবিবার সম্প্রচারিত হল দত্ত পরিবার বিশেষ পর্ব। সেখানে কেবল সঞ্জয় দত্ত নন, সুনীল এবং নার্গিস দত্তের ছবির গানও গাওয়া হয়। আর সেখানেই তাক লাগালেন বাংলার ছেলে দীপন মিত্র।

ইন্ডিয়ান আইডলে দীপনের গান

দত্ত পরিবার বিশেষ পর্বে দীপন মিত্র পড়োসন ছবি থেকে দুটো গান গেয়ে শোনান। একটি হল মেরে সামনেওয়ালি খিড়কি, আরেকটি হল বিন্দু রে। তাঁর এই গান শুনে মুগ্ধ হয়ে যান সকলে। কেবল গান নয়, তিনি এদিন পাল্টে ফেলেছিলেন তাঁর ভোল। গান গাইতে গাইতে ঢুকে গেছিলেন চরিত্রে। শ্রেয়া তো তাঁর গান শুনতে শুনতেই বারবার মুগ্ধতা প্রকাশ করেন। অন্যদিকে সঞ্জয় দত্ত এবং বিশালও তাঁর বেজায় প্রশংসা করেন।

আরও পড়ুন: 'আসবেন না', পরপর শোতে বিশৃঙ্খলা, রেগে গিয়ে কাদের শোতে আসতে বারণ করলেন রূপম?

আরও পড়ুন: গানেও আমরা-ওরা! রাজ্য সরকারের সঙ্গীত মেলার পাল্টা হিসেবে বিজেপি আনছে সঙ্গীত উৎসব, কোথায় অনুষ্ঠিত হবে?

এদিন শ্রেয়া ঘোষাল দীপনের উদ্দেশ্যে বলেন, 'টু গুড। ভীষণ ভীষণ ভালো।' বিশাল দীপনের তারিফ করে বলেন, 'এটা তোমার সেরা পারফরমেন্স। তুমি গাইতে গাইতে পুরো চরিত্রে ঢুকে গেছিলে।' অন্যদিকে সঞ্জয় দত্ত দীপনের উদ্দেশ্যে বলেন, 'তুমি আমার বাবার কথা মনে করিয়ে দিলে। খালি সাইজে একটু ছোট এই যা। দুর্দান্ত গাইলে।'

এরপর এদিনের পর্বে এই ছবির বিষয়েও কথা বলতে শোনা যায় তাঁকে। বাদ যায় না সুনীল দত্ত এবং কিশোর কুমারের বন্ধুত্বের কথা।

ইন্ডিয়ান আইডল ১৪ প্রসঙ্গে

সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।

বায়োস্কোপ খবর

Latest News

বিশ্বকর্মা কি কোনও দেবতা? নাকি এটি দেবতাদের উপাধি! তাহলে আসল দেবতাটি কে প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ! বিপদে তারকা অ্যাথলিট জ্যোতিষও একটা বিজ্ঞান, বিশ্বাস আছে, বলছেন মিঠুন, দেবশ্রীর কথা উঠতেই বললেন… পণের দাবি না মেটায় স্ত্রীকে খুন করল স্বামী, বাপেরবাড়ি থেকে নিয়ে এসে অত্যাচার চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.