আর কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ছবিতে আছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, প্রমুখরা। এটি একটি আদ্যোপান্ত এরিয়াল অ্যাকশন ছবি। শের খুল গয়ে এবং ইশক জ্যায়সা কুছ এর পর প্রকাশ্যে এল এই ছবির তৃতীয় গান হীর আসমানি। এখানে দেখা মিলল হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন সহ অনিল কাপুর, করণ সিং গ্রোভার, প্রমুখ।
হীর আসমানিতে কী দেখা গেল?
এই গানে দীপিকা এবং হৃতিককে তাঁদের ইউনিফর্মে দেখা যাচ্ছে। তাঁরা বিমান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর হৃতিক, দীপিকা, করণ এবং অক্ষয়ের বন্ধুত্বের ঝলক দেখা যায়। অনিলকে দেখা যায় বাকিদের ট্রেনিং দিতে। গানটি কম্পোজ করেছেন বিশাল শেখর। গেয়েছেন বি প্রাক এবং লিখেছেন কুমার।
আরও পড়ুন: 'আসবেন না', পরপর শোতে বিশৃঙ্খলা, রেগে গিয়ে কাদের শোতে আসতে বারণ করলেন রূপম?
সিদ্ধার্থ আনন্দ গানটি শেয়ার করে লেখেন, 'হীর আসমানি গানটি এয়ার ড্রাগনদের বিশেষ স্কোয়াডকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। সেখানে ক্রিউদের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়েছে। বিমান চালকদের কাছে আকাশের জন্য ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।'
তিনি এদিন আরও লেখেন, 'হীর আসমানি গানটির ফ্লেভার ভীষণই ইউনিক। গানটি অনন্য মাত্রায় নিয়ে গেছেন বি প্রাক।'
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে দীপনের গানে মুগ্ধ শ্রেয়া-বিশাল, চমকে গিয়ে সঞ্জয় কেন বললেন, 'সাইজেই খালি ছোট'
ফাইটার প্রসঙ্গে
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ফাইটার। ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। অভিনয়ে আছেন হৃতিক রোশন , দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। প্রজাতন্ত্রের ঠিক আগেই দেশাত্মবোধক এই ছবিটি মুক্তি পেতে চলেছে। এখানে হৃতিকের চরিত্রের নাম শামসের পাঠানিয়া, দীপিকার চরিত্রের নাম মিনাল রাঠোর। অনিল কাপুরের চরিত্রের নাম রাকেশ জয় সিং।