বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Collection Day 14: পিছনে ফেলল বাহুবলী ২-কে! শাহরুখের ‘জওয়ান’ ঘোড়া থামবে না সহজে, ১৪ দিনের আয় কত?

Jawan Box Office Collection Day 14: পিছনে ফেলল বাহুবলী ২-কে! শাহরুখের ‘জওয়ান’ ঘোড়া থামবে না সহজে, ১৪ দিনের আয় কত?

বাহুবলী ২-কে টপকে গেল জওয়ান। 

জওয়ান অপ্রতিরোধ্য দ্বিতীয় বুধবারেও। হলে লোকের ভিড় কমার নামই নিচ্ছে না। খুব সহজেই টপকে গেল বাহুবলী ২-কে। এখন পালা পাঠান আর গদর ২-এর। 

৭ সেপ্টেম্বর জওয়ান হলে আসার পর দেখতে দেখতে ১৪ দিন পার। শাহরুখ খানের অ্যাকশন ফিল্ম নিয়ে দর্শকদের উন্মাদনা যেন কমার নামই নিচ্ছে না। কিং খান বুঝিয়ে দিয়েছেন ৫৭ পেরিয়েও তিনিই কেন বলিউডের বাদশা। যে ক্রেজ ধরে রাখতে পারছেন না আমির, সলমনরা, তা অনায়াসে করে দেখাচ্ছেন শাহরুখ। 

sacnilk.com-এর রিপোর্ট অনুসারে ১৪ নম্বর দিন অর্থাৎ দ্বিতিয় সন্পাহের বুধবারে এসে ছবির আয় হয়েছে মাত্র যা এত কোটি। যা এতদিনে সর্বনিম্ন। স্বভাতই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার জও.য়ান গ্রেফ নিম্নমুখী হবে। কারণ এই সিনেমা খাতা খুলেছিল ৭০ কোটি দিয়ে। যা যে কোনও বলিউডের ইতিহাসে এই প্রথম। 

জওয়ান বক্স অফিস:

৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর শুভ দিনে মুক্তি পেয়েছিল করকি অউর রানি কি প্রেম কাহানি। এরপর ১৩ দিন পার। প্রথম সপ্তাহান্তে জওয়ানের রোজগার ছিল ৩৮৯.৮৮ কোটি। এর মধ্যে হিন্দিতে ছবি ঘরে তোলে ৩৪৭ কোটি। বাদবাকি তামিল-এ ২৩ আর তেলুদু-তে ১৮। জওয়ানের দ্বিতীয় সপ্তাহে এসে আয় গড়ে দাঁড়াচ্ছে ১২-১৩ কোটি। শুক্রবার ছিল ১৯ কোটি, শনিবার- ৩১.০৮, রবিবার-৩৬.৮৫, সোমবার-১৬.২৫, মঙ্গলবার-১৪.৪, বুধবার-।১০.০। আর সব মিলিয়ে তিনটি ভাষা মিলিয়ে ছবির আয় গিয়ে দাড়াল ‘৫১৮.২৮ কোটিতে।’ 

তবে ইউকে, ইউএসএ, দুবাই, বাংলাদেশেও কিন্তু বেশ মোটা অঙ্কে ব্যবসা করছে জওয়ান। গতকালই ঢুকে গিয়েছে ৯০০ কোটিতে।  আরও পড়ুন: ‘যে পুরুষের প্রেমে পড়েছিলাম, সে আমার পারিবারিক বন্ধু’, ভালোবাসা নিয়ে অকপট করণ

জওয়ান কিন্তু দেশের বাজারের আয় দিয়ে টপকে গেল প্রভাসের ‘বাহুবলী ২’-এর হিন্দি ভাষার সিনেমাটির আয়কে বুধবারেই। এখন আগে আছে শুধু জওয়ান আর পাছান। দুটোকেই টপকাতে শাহরুখের লাগবে শুধু এই সপ্তাহটাই। 

এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন কেরিয়ারের শুরু থেকেই তাঁর অ্যাকশন হিরো হওয়ার শখ। পাঠান আর জওয়ান দিয়ে অবশেষ তাঁর সেই স্বপ্ন পূরণ হয়। আর শাহরুখকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন পাঠানের প্রযোজক ধর্মা প্রোডাকশনের কর্ধার আদিত্য কাপুর। তবে স্বপ্ন দেখিয়ে নিজেও যেন ভুলে যান। পরপর ড্রামা, কমেডি, রোম্যান্টিক ছবির অফার এলেও, আসেনি মারপিটের সুযোগ। তবে আদিত্য কথা রাখেন কেরিয়ারের শুরুতে দওয়া। শাহরুখের ঝুলিতে দেন পাঠান, বাদশাও হিট করে তা ফিরিয়ে দেয়। 

জওয়ান যদিও শাহরুখের হোম প্রোডাকশনের। মানে লাভের অঙ্ক ঢুকছে সেই কিং খানের ঘরেই। 

 

বায়োস্কোপ খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.