বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Collection: দ্বিতীয় দিনেই ১০০ কোটির গণ্ডি পার জওয়ানের, শুক্রবার কত ঘরে তুলল শাহরুখের ছবি?

Jawan Box Office Collection: দ্বিতীয় দিনেই ১০০ কোটির গণ্ডি পার জওয়ানের, শুক্রবার কত ঘরে তুলল শাহরুখের ছবি?

শুক্রবার কত ঘরে তুলল শাহরুখের ছবি?

Jawan Box Office Collection Day 2: জওয়ান মুক্তি পেতে না পেতেই সমস্ত হিসেব ওলোট পালোট হয়ে গেল। শাহরুখ খান নিজেই এসে নিজের রেকর্ড ভাঙলেন। প্রথম দিন ফাটাফাটি ব্যবসার পর দ্বিতীয় দিন কত আয় করল কিং খানের নতুন ছবি?

চার বছরের একটা দীর্ঘ বিরতি। আর সেটা শেষ হতেই বুম! জানুয়ারি মাসে বড় পর্দায় ফিরেই সমস্ত রেকর্ড ভেঙেছিলেন শাহরুখ খান। কয়েক মাস পেরোতে না পেরোতে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন আবারও। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল জওয়ান। আর প্রথমদিনই ভারতীয় বক্স অফিসে ছবিটি প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিন কত আয় করল? আয়ের পরিমাণ বাড়ল নাকি কমলো?

শাহরুখ খান অভিনীত জওয়ান ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। প্রধান মহিলা চরিত্রে আছেন নয়নতারা। এটাই তাঁর প্রথম হিন্দি সিনেমা। খলনায়কের ভূমিকায় দেখা মিলেছে বিজয় সেতুপতির। এছাড়া অ্যাটলি পরিচালিত এই ছবিতে অন্যান্য ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত আছেন ক্যামিও চরিত্রে। একাধিক চমক এবং টুইস্টে ভরপুর এই ছবি দিয়েছে দুর্দান্ত একটা সোশ্যাল মেসেজ। শিখিয়েছে অনেক কিছুই। এবার প্রকাশ্যে এল এটির দ্বিতীয় দিনের রিপোর্ট কার্ড।

প্রথমদিনই জওয়ান বুঝিয়ে দিয়েছে যে সে লম্বা রেসের ঘোড়া। আর দ্বিতীয়দিন সেই ট্রেন্ড বজায় রেখেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল শাহরুখের ছবি। কিং খান ম্যাজিক অব্যাহত থাকলেও দ্বিতীয় দিন খানিক আয় কমলো প্রথমদিনের তুলনায়। এদিন জওয়ান ৫৩ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। অর্থাৎ দুদিনে এটি মোট ১২৭.৫০ কোটি টাকা আয় করেছে সচনিল্কের রিপোর্ট অনুযায়ী।

আরও পড়ুন: জওয়ান আসলে সরকার বিরোধী প্রতিবাদ, প্লট ঘেঁটে দাবি নেটিজেনদের

জওয়ান ছবির দ্বিতীয় দিনের আয়

সচনিল্কের রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় দিন এটা ভারতীয় বক্স অফিসে সমস্ত ভাষা মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে। কেবল হিন্দি ভাষায় এটি প্রায় ৪৭ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথমদিন ৭৪.৫০ কোটি টাকা আয় করেছিল জওয়ান। অর্থাৎ দুদিন মিলিয়ে ১২৭.৫০ কোটি টাকা ঘরে তুলল শাহরুখের ছবি।

আরও পড়ুন: জওয়ান হিট হতেই ভোলবদল কঙ্গনার, গদগদ ভাষায় প্রশংসা কিং খানের

আরও পড়ুন: জওয়ান ক্রেজে সামিল গুগলও, এটা করলেই স্ক্রিন ঢাকবে ব্যান্ডেজে! সত্যি!

শুক্রবার রাতে আবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জাতীয় চেনে ছবিটি কেমন ব্যবসা করেছে তার একটা খতিয়ান দিয়েছেন। তরণ আদর্শ তাঁর টুইটে জানিয়েছেন, 'জাতীয় চেনে জওয়ানের দ্বিতীয় দিন। শুক্রবার রাত ১১.৩০ টার আপডেট। পিভিআর আইনক্সে ১৭.৯০ কোটি, সিনেপলিসে ৪.৫৫ কোটি অর্থাৎ মোট ২২.৪৫ কোটি। এছাড়া মুভি ম্যাক্সে রাত সাড়ে দশটা পর্যন্ত ৭০.৫০ লাখ আর রাত ১০টা পর্যন্ত ১.৬৭ কোটি টাকা মিরাজ সিনেমা হলে আয় করেছে জওয়ান।'

আগামীতে শাহরুখ খানকে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ডাঙ্কিতে দেখা যেতে চলেছে। সেখানে শাহরুখের বিপরীতে থাকবেন তাপসী পান্নু। এই ছবিতে প্রথমবার তাঁদের স্ক্রিন ভাগ করতে দেখা যাবে।

এদিনের রাতের শোগুলোতে সব থেকে বেশি ভিড় দেখা গিয়েছে। ৪২.৫১ শতাংশ ভর্তি ছিল হলগুলো।

বন্ধ করুন