বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan: জওয়ান আসলে সরকার বিরোধী প্রতিবাদ, প্লট ঘেঁটে দাবি নেটিজেনদের

Jawan: জওয়ান আসলে সরকার বিরোধী প্রতিবাদ, প্লট ঘেঁটে দাবি নেটিজেনদের

জওয়ান নিয়ে পোস্ট মহুয়া মৈত্র ফ্যান পেজের

Jawan: জওয়ান ছবি নিয়ে এবার বিশেষ পোস্ট করল মহুয়া মৈত্র ফ্যান পেজ। লিখল এটা কেবল একটা ছবি নয় তার থেকে বেশি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৭ সেপ্টেম্বর মুক্তি পেল জওয়ান। আর এটা কেবল ছবি নয়, লোকসভা ভোটের আগে অনেক কিছুই যেন শিখিয়ে দিল। কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বাড়িয়ে সরকারের একাধিক দুর্বল দিক তুলে ধরল। দায়িত্ববান নাগরিকের মতো ভোট কী করে দেওয়া উচিত সেটাও শিখিয়েছে এই সিনেমা। ফলে কেবল বিনোদন নয়, তার থেকে অনেক বেশি কিছু এই ছবি। এবার সেই প্রসঙ্গে রাজ্য সরকারের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর ফ্যান পেজ কলম ধরল।

মহুয়া মৈত্রর ফ্যান পেজের তরফে এদিন টুইট করা হয় জওয়ান ছবিটি নিয়ে। সেই টুইটে এই ছবি কী কী শিখিয়েছে আমাদের, কোন দিক দিক তুলে ধরা হয়েছে জওয়ান ছবিতে সেটা রীতিমত পয়েন্ট করে লেখা হয়েছে।

আরও পড়ুন: জওয়ান আসতেই গদর ২-এর লসের সেঞ্চুরি, সিক্যুয়েল আসুক, লক্ষ্মীলাভের পর আশা SVF-র মহেন্দ্র সোনির

এদিন মহুয়া মৈত্র ফ্যান পেজের তরফে লেখা হয়, 'জওয়ান ছবিটি কেবল একটি ছবি নয়, ২০২৪ এর লোকসভা ভোটের আগে এটা একটা বড় শিক্ষা। এই ছবিতে বর্তমান সরকারের একাধিক সমস্যার কথা দেখানো হয়েছে। প্রথমত এই সিনেমাতে দেখানো হয়েছে যে কীভাবে সরকার তাঁর ধনী এবং ঘনিষ্ট বন্ধুদের ১৭ লাখ কোটি টাকার ঋণ মকুব করে দিলেও গরীব কৃষকদের কয়েক হাজার টাকার জন্য নাকাল করে। দ্বিতীয়ত এই ছবিতে কাফিল কেস দেখানো হয়েছে। ২০১৭ সালে বিআরডি মেডিক্যালে ৭০টি শিশু অক্সিজেনের ঘাটতিতে যে মারা গিয়েছিল এবং সেই দায় যে ডক্টর কাফিলের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল অন্যায় ভাবে সেটাও দেখানো হয়। তৃতীয়ত, ডিফেন্স স্ক্যাম নিয়েও কথা বলেছে এই ছবি। চতুর্থত, বিজেপি সরকার শাহরুখ খানের ছেলেকে যেভাবে মিথ্যে ড্রাগ কেসে ফাঁসিয়ে ছিল সেই প্রসঙ্গেও এখানে ডায়লগ আছে। বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর সেই প্রসঙ্গেই বলা হয়েছে। এবং সবশেষে এই ছবি শিখিয়েছে যে মানুষ যেন সেই সব নেতাকে ভোট দেয় যাঁরা মানুষকে সুস্বাস্থ্য এবং সুশিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেবে। তাঁদের নয় যাঁরা ধর্মের নামে রাজনীতি করে।' পরিশেষে এই ফ্যান পেজের তরফে আরও লেখা হয় যে, 'এই ছবি বিজেপি সরকারের বিনিদ্র রাতের কারণ হবে।'

অনেকেই তাঁকে সমর্থন করেছেন। তাঁদের মতে জওয়ান কেবল একটা ছবি নয়। এটা সাম্প্রতিক সময়ের একটা সমস্যাকে তুলে ধরেছে।

বায়োস্কোপ খবর

Latest News

আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে মাত্র ৪৯ বছর বয়সে জীবনাবসান মাঙ্গে খানের, লোক শিল্প হারালো অনবদ্য এক গায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে থ্রেট কালচারে অভিযুক্ত ৫পড়ুয়া সাসপেন্ড ৬ মাস কাশ্মীরে ভোটের ঠিক আগে পাঁচ বছর বাদে জেল থেকে মুক্ত সাংসদ রশিদ, তুঙ্গে জল্পনা নমাজের সময় ঢাক বাজাবেন না, দুর্গাপুজোয় শান্তিরক্ষায় নির্দেশ বাংলাদেশে এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার ভারতীয় সঞ্চালক! কে এই গুরুদায়িত্ব পালন করবেন? ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা ‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.