পাঠান-এর পর এবার জওয়ান-এর পালা! ছবি মুক্তিতে বাকি আর মাত্র ৭ দিন, বৃহস্পতিবার প্রকাশ্যে এল শাহরুখ খানের বহুচর্চিত ছবি ‘জওয়ান’-এর ট্রেলার (Jawan Trailer)। ছবির প্রিভিউ-তে মুখে জড়ানো ব্যান্ডেজ ছিড়ে ফেলে ন্যাড়া মাথার অচেনা শাহরুখ সামনে এসেছিলেন। ঘোষণা করেছিলেন, যখন আমি ভিলেন হই, তখন কোনও হিরো আমার সামনে দাঁড়াতে পারে না'। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়চড়িয়ে বাড়ছিল। জওয়ান-এর ট্রেলার ছবি নিয়ে এসআরকে ভক্তদের উন্মাদনা শতগুণ বাড়িয়ে দিল। আরও পড়ুন-বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফায় ট্রেলার লঞ্চ! দিনক্ষণ জানালেন ‘জওয়ান’ শাহরুখ
ছবির ট্রেলারে বেশ খানিকটা স্পষ্ট জওয়ান-এর কাহানি। ছবিতে ডবল রোলে থাকছেন শাহরুখ। বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে বাদশার। ছবির ট্রেলার জুড়ে মারকাটারি অ্যাকশন, আর শিহরণ জাগানো সংলাপ। শুরুতেই দেখা গেল কোনও এক দুষ্কৃতীর হাতে হাইজ্যাক হয়েছে গোটা একটা মেট্রো রেল! সেই ভিলেন আর কেউ নন, শাহরুখ খান। পুলিশের তরফে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, ‘তোমার কী চাই?’ জবাব আসে- ‘আলিয়া ভাট’। সেই হাইজ্যাকারের ফ্যান সকলে, সুনীল গ্রোভার এমনটাই জানায় তাঁর উর্ধ্বতন অফিসার নয়নতারাকে।
যদিও ট্রেলারে স্পষ্ট একটা সময় এই হাইজ্যাকারের সঙ্গেই প্রেম করতেন অফিসার নয়নতারা। সেও একটা সময় দেশের জন্যই জান-প্রাণ লড়িয়ে দিত। কিন্তু কী কারণে খাকি উর্দি ছেড়ে হাইজ্যাকার হল জওয়ান, তা অবশ্য স্পষ্ট হয়নি। ট্রেলারে দীপিকা পাড়ুকোনেরও দেখা মিলল। কুস্তির ম্যাচে শাহরুখকে মাত দিলেন নায়িকা। অন্যদিকে ছবির আসল ভিলেন কালী অর্থাৎ বিজয় সেতুপতি একাধিক অবতারে তাক লাগালেন। ট্রেলার বলছে-বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আর্ম ডিলারের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি।
দেখুন জওয়ান-এর হিন্দি ট্রেলার-
ট্রেলারের শেষ অংশে শাহরুখকে বলতে শোনা গেল- ‘আমরা জওয়ান, দেশের জন্য ১০০০ বার জান লড়িয়ে দিতে পারি কিন্তু তোমাদের মতো মানুষ যারা দেশকে বিক্রি করে দেয় তাদের জন্য নয়। তাই কালী তোমার সঙ্গে কোনও ডিল নয়’। বাবা-ছেলে একসঙ্গে হাত মিলিয়ে কীভাবে কালীর সাম্রাজ্য ধ্বংস করবে তাই উঠে আসবে জওয়ান-এর গল্পে।
‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল, এবার জওয়ান সুনামির অপেক্ষা। ২০২৩ সালে এটি শাহরুখের দ্বিতীয় রিলিজ হতে চলেছে। পাঁচ বছরের অপেক্ষা সুদে-আসলে পুষিয়ে দিচ্ছেন বাদশা। ‘জওয়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি। আক্ষরিক অর্থে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে এটি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। খবর, এই ছবির বাজেট ৩০০ কোটি টাকা! সুতরাং শাহরুখের কেরিয়ারের সবচেয়ে ব্যায় বহুল ছবি ‘জওয়ান’। এই ছবিতে দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি। এছাড়াও দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
বৃহস্পতিবার রাতে বুর্জ খালিফায় প্রদর্শিত হবে জওয়ানের ট্রেলার। উপস্থিত থাকবেন স্বয়ং শাহরুখ। ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন বাদশা। এই ছবি নিয়ে গোটা বিশ্বে শাহরুখ ভক্তদের মধ্য়ে উন্মাদনা তুঙ্গে। ‘পাঠান’-এর পর শাহরুখের এই ছবিও বক্স অফিসে ঝড় তুলবে আশাবাদী বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব সহ আন্তর্জাতিক সার্কিটে কিং খানের সিনেমার প্রি বুকিং শুরু হতেই টিকিট নিমেষে শেষ। আপতত অপেক্ষা ৭ই সেপ্টেম্বরের।