'হোয়াট দ্য হেল নভ্যা' র সিজন ২ নিয়ে হাজির হয়েছেন নভ্যা নাভেলি নন্দা। সম্প্রতি নাতনির সেই পডকাস্টেই হাজির হয়েছিলেন জয়া বচ্চন। সেখানে স্বামী অমিতাভ বচ্চনকে নিয়ে মুখ খুলেছেন জয়া। অমিতাভকে তিনি নিজের 'বেস্ট ফ্রেন্ড' বলে উল্লেখ করেন। জয়া বলেন, তিনি স্বামীর কাছে কোনও কথাই গোপন করেন না।
পডকাস্টে নভ্যা তাঁর দিদাকে জিজ্ঞেস করেন, ‘দুজন মানুষ যদি শুধুই বন্ধু হয়, তাহলে সেই বন্ধুত্বের মধ্যে রোমান্স করা কি ঠিক?’ উত্তরে জয়া বচ্চন বলেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধুরা আমার বাড়ির ভিতরেই রয়েছে। এটা সত্যি যে আমার স্বামীই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি তার কাছে কিছু লুকাই না।’
কথা প্রসঙ্গে নভ্যা বলেন, ‘যখন দিদার বন্ধুরা বাড়িতে আসেন, তাঁরা দিদার সঙ্গে যেভাবে কথা বলেন, আমরা ওঁর (দিদার) সঙ্গে সেভাবে কথা বলতে পারি না। তবে, আমার কাছে এটা খুবই মজার মনে হয় কারণ ওঁরা তাকে কিছু বিষয়ে শিখিয়ে দেন।’
এই একই পর্বে শ্বেতা বচ্চন নন্দা চিৎকার করে বলতে থাকেন, 'আমি জানি না কেন সবাই বলতে পছন্দ করেন, আমার মেয়েই আমার সেরা বন্ধু বা আমার ছেলেই আমার সেরা বন্ধু'৷ জয়া তখন মেয়েতে জিজ্ঞাসা করেন, ‘কেন আপনার সন্তানরা আপনার বন্ধু হতে পারে না?’ যার জবাবে শ্বেতা তখন বলেন, ‘আমরা বন্ধু নই। তুমি আমার মা, কিছু বাধ্য-বাধকতা থাকে যা আমি তোমার ক্ষেত্রে অতিক্রম করতে পারব না। আমার সন্তানরাও আমার সন্তান এবং আমার বন্ধুরা আমার বন্ধু।’
এই একই পর্বে জয়া জানিয়েছেন, তিনি স্বামী অমিতাভের কঠিন সময়ে কীভাবে তাঁর পাশে ছিলেন। অমিতাভ যখন একপ্রকার দেওলিয়া হয়ে গিয়েছিলেন, তখন কীভাবে নিঃশব্দে তাঁকে সমর্থন করে গিয়েছেন।
জয়া বচ্চন বলেন, ‘আমার জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একজন মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তাঁর পাশে শান্ত ভাবে থাকাটাই প্রয়োজন। চুপিচুপি পাশে দাঁড়িয়ে তাঁকে এই কথা বলা ভালো প্রয়োজন যে আমি তোমার জন্য এখানে রয়েছি’। তবে জয়ার এই কথায় বিরোধিতা করেন মেয়ে শ্বেতা বচ্চন।
শ্বেতা বলেন, ‘না মা! আমি তা মনে করি না। কখনও কখনও সেই মানুষের কিছু আইডিয়াও প্রয়োজন হয়, যা পরে তাঁরা কাজে লাগাতে পারে। আমি আরও সক্রিয় ভূমিকা পালন করতে চাই এবং সমাধানের সন্ধান করতে চাই কারণ আমি সমস্যা সমাধানকারী’।
নভ্যা নাভেলি নন্দা, শ্বেতা বচ্চন এবং জয়ার এই পর্বটি ৪ এপ্রিল সম্প্রচারিত হবে।