কার্তিক প্রায় শেষ, অগ্রহায়ণ শুরু হল বলে। শহর কলকাতায় শীতের আমেজ। এইবার শীতটা আর আগের মতো নয়। গত কয়েক মাসে অনেককিছুই বদলছে নবনীতার জীবনে। সদ্য ঘর ভেঙেছে নবনীতার। চার বছরের দাম্পত্যে ইতি টেনেছেন ‘বিয়ের ফুল’ অভিনেত্রী। জিতুর সঙ্গে তাঁর ডিভোর্স নিয়ে গত চার মাস যাবত কম চর্চা হয়নি সোশ্যাল মিডিয়ায়। ডিভোর্সের পরেও নবনীতার ফেসবুক বা ইনস্টার দেওয়ালে মাঝেমধ্যেই ভেসে এসেছে জিতুর ছবি বা ভিডিয়ো। যদিও নবনীতাকে ফেসবুক-ইনস্টায় ব্লক করেছেন জিতু।
শীতের চাদর গায়ে জড়িয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে কাটানো শেষ ট্রিপের ছবি শেয়ার করলেন নবনীতা। মে মাসে ছিল জিতু-নবনীতার বিবাহ বার্ষিকী। সেইসময়ই ব্রিটিশ যুক্তরাজ্যে গিয়েছিলেন দুজনে। জিতু গিয়েছিলেন শ্যুটিংয়ের কাজে। নবনীতা ছিলেন সফর সঙ্গী। সেই ট্রিপেরই একটি ছবি এদিন ইনস্টায় শেয়ার করেন নবনীতা। নবনীতা যদিও সে-কথা উল্লেখ করেনি। তবে এই ছবি নবনীতাকে যাঁরা ফলো করেন, তাঁদের খুব চেনা। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের আলডেরশটে তোলা এই ছবি। সাদা হাইনেক টি-শার্ট আর সাদা পুলওভার সেজে নবনীতা।সঙ্গে ব্লু ডেনিম।
ছবির ক্যাপশনে নবনীতা লেখেন, ‘এবার একটু শীতশীত করতে শুরু করেছে….’। বিচ্ছেদের মাঝেই উঠে এসেছে নবনীতার নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জনও। ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনে, কিন্তু পারস্পরিক বোঝাপড়া না থাকাতেই নাকি সম্পর্ক টিকলো না। অন্তত এমনটাই জানিয়েছেন নবনীতা।
জিতু তাঁকে সোশ্যাল ব্লক করা প্রসঙ্গে নবনীতা টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘ওর পোস্টগুলো থেকে অনেক পোর্টাল স্টোরি করে, সেগুলো দেখতে পাই। ইনস্টাগ্রাম, ফেসবুক সব থেকেই আমাকে ব্লক করে রেখেছে জিতু।’ ডিভোর্সের পর নিজের জীবনটা আপাদমস্তক পালটে ফেলেছেন নবনীতা। আগের কোনও চিহ্নই রাখতে চান না নিজের কাছে। পুরোনো পোশাক থেকে ফোন সবই এখন তাঁর জীবনে অপ্রাসঙ্গিক। বলেন, ‘ওখান থেকে ফেরার পর থেকে আগের কিছুই ব্যবহার করি না আর।’
২০১৯ সালের ৬ মে অগ্নিসাক্ষী রেখে নবনীতাকে বিয়ে করেছিলেন জিতু। আলাপ যদিও হয়েছিল ‘অর্ধাঙ্গিনী’ (২০১৮) ধারাবাহিকে কাজ করতে গিয়ে। সেইসময় নবনীতাই বিয়ের জন্য প্রপোজ করেছিল জিতুকে। পর্দার ঈশ্বরী-আয়ুশ প্রেম গড়ায় বাস্তবেও। যার পরিণতি বিয়ে। কিন্তু চার বছর যেতে না যেতেই ছন্দপতন। আলাদা হল ছাদ ২০২৩ সালে এসে। চার বছরের বিবাহবার্ষিকীর দেড় মাস পরেই অভিনেত্রী ফেসবুকে লেখেন, ‘আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো.. তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক... ভালো থেকো জিতু কমল।’