ছবির নাম ‘JNU’, পরিচালকের আসনে বিনয় শর্মা। এই ছবির গল্পও লিখেছেন পরিচালক নিজে। মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ বোদকে, উর্বশী রাউতেলা, পীযূষ মিশ্র, রবি কিষাণ, বিজয় রাজ, রেশমি দেশাই, অতুল পাণ্ডে এবং সোনালি সেহগালের মতো নামী অভিনেতারা।
পোস্টারে দেখা যাচ্ছে, মুঠো করা হাত ধরে আছে দেশের রেপ্লিকা, আর সেই রঙ গেরুয়া, তাতে লেখা, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান কি দেশকে গুঁড়িয়ে দিতে পারে?’ এবার লোকসভা ভোটের আগে ‘জেএনইউ’ নিয়ে বিশেষ ছবি মুক্তি পাচ্ছে। ইনস্টাগ্রাম পেজে ছবিটির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। ক্যাপশনে লিখেছেন, ‘শিক্ষার বদ্ধ প্রাচীরের আড়ালে জাতিকে ভাঙার ষড়যন্ত্র চলছে, বাম এবং ডানের সংঘর্ষে, আধিপত্যের জন্য এই যুদ্ধে কে জিতবে?' আরও পড়ুন: ভোটের ময়দানে নামছেন? হবেন প্রার্থীও? শুনে কী বললেন শ্রীলেখা
নামের মিল থাকলেও ছবির এই JNU, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নয়, দাবি করেছেন নির্মাতারা। বরং ছবিতে JNU-এর সম্পূর্ণ নাম রাখা হয়েছে জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘জেএনইউ’-এর পোস্টারটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এবং কোমল নাহতা সহ বেশ কয়েকজন ব্যক্তিত্ব শেয়ার করেছেন। এরপরই ছবির পোস্টারে লেখা নিয়েই মূলত নেটিজেনদের মধ্যে দানা বেঁধেছে বিতর্ক।
ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই অনেকে দাবি করেছেন, ‘প্রোপাগান্ডা’। আবার কারও মতে, ‘সত্যিই দরকার ছিল’? এক নেটিজেনের মন্তব্য, 'মিথ্যের ঝুড়ি ছাড়া আর কিছুই না। #JNU-এর সঙ্গে বাস্তবে সিনেমার কোনও মিল পাবে না। সিনেমাটির একমাত্র দুটি উদ্দেশ্য হবে ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের নাম বদনাম করা এবং বেকারত্ব এবং দারিদ্রের মত আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়া'।
অপর একজনের মন্তব্য, ‘#JNU-তে নির্বাচনের আগে আরও একটি প্রচারমূলক চলচ্চিত্র মুক্তি পাবে, অবশ্যই এটি বিশ্ববিদ্যালয়কে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখাবে’। অপর এক নেটিজেন পোস্ট করেছেন, ‘হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে একটা সিনেমা পেলাম। প্রোপাগান্ডারও সীমা থাকে’। তবে বেশ কিছু নেটিজেন এই ছবির পোস্টার দেখে প্রশংসা করেছেন। কারও মন্তব্য, ‘টুকরে টুকরে গ্যাংয়ের আসল প্রকৃতি প্রকাশ পাবে। ৫ এপ্রিল আপনার কাছাকাছি থিয়েটারে JNU দেখুন'। অপর একজন লিখেছেন, ‘৫ই এপ্রিল, #JNUMovie আসছে মুগ্ধ করতে, চ্যালেঞ্জ করতে এবং অনুপ্রাণিত করতে। এটা শুধু একটি সিনেমা নয়, এটি একটি আন্দোলন’।
ছবিটি মুক্তি পাবে আগামী ৫ এপ্রিল। JNU: জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয় মহাকাল মুভিজ দ্বারা উপস্থাপিত। এটি প্রযোজনা করেছেন প্রতিমা দত্ত।
প্রসঙ্গত, অতীতে 'দ্য কাশ্মীর ফাইলস', ‘দ্য কেরালা স্টোরি’র মতো একাধিক ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই ওই ছবিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অভিযোগ, ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন। এক্ষেত্রেও ভোটের আগে এই ছবি মুক্তি নিয়ে বিতর্ক উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ছবি দেখে দর্শকের কী প্রতিক্রিয়া হবে, সেটা সময়ই বলবে।