পাঁচ বছর সিনেমা জগৎ থেকে একপ্রকার দূরেই ছিলেন সাজিদ খান। নানা যৌন নির্যাতনের অভিযোগে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইত্যাদির পর নিজেকে প্রায় গুটিয়েই নিয়েছিলেন পরিচালক। যদিও তাঁকে এর মাঝে বিগ বসে দেখা গিয়েছিল। সেটা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। প্রায় দীর্ঘ পাঁচ বছরের বনবাস কাটিয়ে ফেরার কথা ভাবছিলেন সাজিদ খান। ১০০ পার্সেন্ট ছবি দিয়েই কামব্যাক করার পরিকল্পনা ছিল তাঁর। শোনা গিয়েছিল তাঁর এই ছবিতে জন আব্রাহাম, শেহনাজ গিল, রীতেশ দেশমুখ, নোরা ফতেহিকে দেখা যাবে। কিন্তু আপাতত সে গুড়ে বালি!
বলিউডের অন্দরে কান পাতলে এখন জানা যাচ্ছে সাজিদের পরিকল্পনায় পুরো জল পড়ে গিয়েছে। মূল অভিনেতা অর্থাৎ জন আব্রাহাম নাকি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এমনটাই একাধিক সূত্র থেকে জানা গিয়েছে। ফলে গোটা ছবিটা নিয়েই বেশ একটা ধন্দ তৈরি হয়েছে।
তাঁদের ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, 'আমি জানি না এখন কেন এই বিষয়টা নিয়ে হঠাৎ চর্চা শুরু হল। জন তো আজ নয়, তিন মাস আগেই সাজিদের এই ছবি ছেড়ে দিয়েছে। যদি হিরোই না থাকে তাহলে প্রজেক্ট হবে কোথা থেকে?'
ফলে এখনই সাজিদ খানের যে কামব্যাক সম্ভব হচ্ছে না সেটা স্পষ্ট তাঁকে বলিউডে এন্ট্রি নিতে গেলে আবার বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে। আপাতত প্রযোজকরা এই ছবি আনছেন না বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত জন আব্রাহাম অভিনীত পাঠান ছবিটি গত জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল। এই ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া পেয়েছে। রেকর্ড ভেঙেছে একাধিক। তাঁর সঙ্গে এই ছবিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এছাড়া ছিলেন দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, প্রমুখ।