কয়লা-খনি অঞ্চনের কাহিনি এবার রুপোলি পর্দায় নিয়ে আসছেন দেব। সঙ্গী যিশু সেনগুপ্ত। ফেব্রুয়ারির মাস থেকেই রিনো দত্তর এই ছবির অংশ হচ্ছেন বনি সেনগুপ্ত, এমনটা কানাঘুষো শোনা গিয়েছিল। যদিও সেই জল্পনা আগেই উড়িয়েছেন বনি। প্রযোজক দেবকে ‘না’ বলেছেন বনি। নেপথ্যের কারণ বেশ চমকে দেওয়ার মতো!
নেগেটিভ চরিত্রে আপত্তি বনির। সেই কারণেই সরে দাঁড়ানো। তবে এবার ‘খাদান’ নিয়ে সামনে এল হাতে গরম আপটেড। বনির জায়গায় খাদানের অংশ হয়েছেন বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম জন ভট্টাচার্য। এর আগে দেবের ‘গোলন্দাজ’ এবং ‘প্রধান’ ছবিতেও দেখা গিয়েছিল জনকে। ইতিমধ্যেই খাদানের বেশকিছু অংশের শ্যুটিংও করে ফেলেছেন জন।
ছবির অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি। আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, ‘চরিত্রটি ধূসর। এতে অনেক স্তর। অভিনয়ের সুযোগও অনেক। দুই, একটি ছবিতে বিনোদন উপাদান ঠাসা। প্রেম, বিরহ, অ্যাকশন, ইমোশন ভরপুর। যা আজকের দিনে খুব কম ছবিতে পাওয়া যায়। তিন, এতে যিশুদা-দেবদা আছেন। ওঁদের সঙ্গে পর্দাভাগ করার সুযোগ কেউ ছাড়ে?’

এই ছবিতে কীর্তনিয়া ‘মোহন দাস’-এর চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। তিনি দুর্দান্ত খোল বাজান। দেব পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, শ্যাম মাহাতোর ভূমিকায় রয়েছেন। চাকরির খোঁজে তাঁর খাদানে আসা। কিন্তু এই ছবি থেকে কেন সরলেন বনি? অভিনেতার কথায়, ‘আমার মনে হয়েছে যে চরিত্রটা আমার করার কথা সেটা নেগেটিভ। কিন্তু এই মুহূর্তে আমি ওই নেগেটিভ জোনটায় যেতে চাইছি না। মানুষের আমাকে নিয়ে একটা ধারণা রয়েছে, লোকে আমাকে হিরো হিসাবে দেখেছে, সম্পূর্ণ ভিলেন হিসাবে দেখলে তখন আমাকে নিয়ে ভাবনাটা বদলে যেতে পারে। ছবিটা দারুণ, চিত্রনাট্য দারুণ, বিরাট বড় স্কেলে ছবিটা ওঁরা বানাচ্ছে, প্যান ইন্ডিয়া রিলিজ। আমার তো লুক সেট হয়ে গিয়েছিল পর্যন্ত….’।
এই ছবিতে যিশুর ছেলের ভূমিকায় থাকবেন জন ভট্টাচার্য। চরিত্র নিয়ে বেশি কিছু ভাঙতে না-রাজ। শুধু জানিয়েছেন, কীর্তনিয়া বাবার সঙ্গে মিল নেই তাঁর। যিশু-দেবের মতো দুই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা বড় প্রাপ্তি জনের কাছে। বললেন, 'আপনা থেকেই অভিনয় ভাল হয়ে যেত। শুরুতে যদিও নার্ভাস ছিলাম। পরে দেখলাম, এই চাপটা না থাকলে ভাল অভিনয় আসবে না।’
দেব, যিশু,জন ছাড়াও এই ছবিতে থাকছেন ইধিকা পাল, বরখা বিশত সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তীরা। সদ্য সিসিএল জিতে শহরে ফিরেছেন যিশু। খুব শিগগির খাদান-এর তৃতীয় ও শেষ শেডিউলের কাজ শুরু হবে। সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে খাদান।