২১ মার্চ ছিল রানি মুখোপাধ্যায়ের জন্মদিন। এদিন তিনি ৪৬ বছরে পা দিলেন। তাঁর এই বিশেষ দিনটিতে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি তাঁর বিটাউনের ঘনিষ্ট বন্ধুরা। বলিউডের কারা কারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন?
বলিউডের কোন তারকারা রানিকে শুভেচ্ছা জানালেন জন্মদিনে?
এদিন কিয়ারা আডবানি সবার আগে রানি মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিন তিনি তবে ইনস্টাগ্রাম স্টোরিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিটি পোস্ট করে তিনি লেখেন 'শুভ জন্মদিন রানি।' সঙ্গে তিনি একাধিক লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। তাঁদের এই ছবিটি জি সিনে অ্যাওয়ার্ডের দিন তোলা গিয়েছিল যা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাঁরা দুজনেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
আরও পড়ুন: জন্মের পরই হাসপাতালে অন্য পরিবারের কাছে চলে যান রানি! কী করে মেয়েকে খুঁজে পান কৃষ্ণা মুখোপাধ্যায়?
রানির বোন তথা প্রাক্তন সহকর্মী কাজলও এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অজয় দেবগন ঘরণী এদিন দুর্গাপুজোর একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁদের দুই বোনকে একই রকমের পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। তাঁরা দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে হাসছেন। এই ছবিটি পোস্ট করে কাজল লেখেন, 'শুভ জন্মদিন রানি মুখোপাধ্যায়। তোমার এই বছরটা যেন আনন্দ, হাসিতে ভরে ওঠে।'
সোনম কাপুরও এদিন রানি মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে ভুললেন না। তাঁরা একসঙ্গে সাওয়ারিয়া ছবিতে কাজ করেছিলেন। সোনম এদিন যে ছবিটি পোস্ট করেছিলেন সেটা কোনও একটি অনুষ্ঠান বাড়িতে তোলা। তাঁদের মজার পোজে ছবি তুলতে দেখা গিয়েছে। এই ছবিটি পোস্ট করে সোনম লেখেন, 'শুভ জন্মদিন আমার রানি। ২০ বছরের বেশি সময়ের বন্ধু আমরা। তুমি আমার বড় দিদি এবং আত্মবিশ্বাসী। অনেক ভালোবাসি তোমায়।'
শিল্পা শেট্টি এদিন একটি অদেখা ছবি পোস্ট করেন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবিটি কোনও একটি বড়দিনের সময় তোলা যে সেটা স্পষ্ট। এই ছবিটি পোস্ট করে এদিন শিল্পা লেখেন, 'শুভ জন্মদিন রানি মুখোপাধ্যায়। আমার আদরের রানিকে জানাই অনেক অনেক ভালোবাসা। সুস্থ থাকো, খুশি থাকো। জীবন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠুক সবসময়।'
প্রসঙ্গত জন্মদিনের আগের দিন অর্থাৎ ২০ মার্চ রানি মুখোপাধ্যায় কেক কাটেন। তাঁর জন্য এই কেক নিয়ে এসেছিলেন পাপারাৎজ্জিরা। তাঁদের এই ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে যান অভিনেত্রী।