বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ভালোবাসায় ভরে উঠুক জীবন...' কাজল-শিল্পা-সোনম সহ কোন বলি তারকারা আদরের রানিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন?

'ভালোবাসায় ভরে উঠুক জীবন...' কাজল-শিল্পা-সোনম সহ কোন বলি তারকারা আদরের রানিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন?

কাজল-শিল্পা-সোনম সহ কোন বলি তারকারা আদরের রানিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন?

Rani Mukherji Birthday: ২১ মার্চ ছিল রানি মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই বিশেষ দিনে তাঁকে কোন তারকারা তাঁকে শুভেচ্ছা জানালেন?

২১ মার্চ ছিল রানি মুখোপাধ্যায়ের জন্মদিন। এদিন তিনি ৪৬ বছরে পা দিলেন। তাঁর এই বিশেষ দিনটিতে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি তাঁর বিটাউনের ঘনিষ্ট বন্ধুরা। বলিউডের কারা কারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন?

বলিউডের কোন তারকারা রানিকে শুভেচ্ছা জানালেন জন্মদিনে?

এদিন কিয়ারা আডবানি সবার আগে রানি মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিন তিনি তবে ইনস্টাগ্রাম স্টোরিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিটি পোস্ট করে তিনি লেখেন 'শুভ জন্মদিন রানি।' সঙ্গে তিনি একাধিক লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। তাঁদের এই ছবিটি জি সিনে অ্যাওয়ার্ডের দিন তোলা গিয়েছিল যা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাঁরা দুজনেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।

আরও পড়ুন: জন্মের পরই হাসপাতালে অন্য পরিবারের কাছে চলে যান রানি! কী করে মেয়েকে খুঁজে পান কৃষ্ণা মুখোপাধ্যায়?

আরও পড়ুন: 'কয়েকটি গান গেয়েছি মানেই হনু...' সকলে মধ্যবিত্ত বলেই ইগোর লড়াই নেই চন্দ্রবিন্দুর সদস্যদের! কী জানালেন চন্দ্রিল?

রানিকে নিয়ে কিয়ারার পোস্ট
রানিকে নিয়ে কিয়ারার পোস্ট

রানির বোন তথা প্রাক্তন সহকর্মী কাজলও এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অজয় দেবগন ঘরণী এদিন দুর্গাপুজোর একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁদের দুই বোনকে একই রকমের পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। তাঁরা দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে হাসছেন। এই ছবিটি পোস্ট করে কাজল লেখেন, 'শুভ জন্মদিন রানি মুখোপাধ্যায়। তোমার এই বছরটা যেন আনন্দ, হাসিতে ভরে ওঠে।'

রানিকে নিয়ে কাজলের পোস্ট
রানিকে নিয়ে কাজলের পোস্ট

সোনম কাপুরও এদিন রানি মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে ভুললেন না। তাঁরা একসঙ্গে সাওয়ারিয়া ছবিতে কাজ করেছিলেন। সোনম এদিন যে ছবিটি পোস্ট করেছিলেন সেটা কোনও একটি অনুষ্ঠান বাড়িতে তোলা। তাঁদের মজার পোজে ছবি তুলতে দেখা গিয়েছে। এই ছবিটি পোস্ট করে সোনম লেখেন, 'শুভ জন্মদিন আমার রানি। ২০ বছরের বেশি সময়ের বন্ধু আমরা। তুমি আমার বড় দিদি এবং আত্মবিশ্বাসী। অনেক ভালোবাসি তোমায়।'

শিল্পা শেট্টি এদিন একটি অদেখা ছবি পোস্ট করেন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবিটি কোনও একটি বড়দিনের সময় তোলা যে সেটা স্পষ্ট। এই ছবিটি পোস্ট করে এদিন শিল্পা লেখেন, 'শুভ জন্মদিন রানি মুখোপাধ্যায়। আমার আদরের রানিকে জানাই অনেক অনেক ভালোবাসা। সুস্থ থাকো, খুশি থাকো। জীবন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠুক সবসময়।'

আরও পড়ুন: 'কে কী বলল তাতে...' আইটেম গার্ল হিসেবে ধরা দিতেই বডি শেমিংয়ের শিকার, জবাবে ট্রোলারদের 'অশিক্ষিত' বললেন শ্রীলেখা!

রানিকে নিয়ে শিল্পার পোস্ট
রানিকে নিয়ে শিল্পার পোস্ট

প্রসঙ্গত জন্মদিনের আগের দিন অর্থাৎ ২০ মার্চ রানি মুখোপাধ্যায় কেক কাটেন। তাঁর জন্য এই কেক নিয়ে এসেছিলেন পাপারাৎজ্জিরা। তাঁদের এই ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে যান অভিনেত্রী।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা দীপাবলির আগে রাজপুত্রের উদয়, ৩ রাশির হবে আচমকা অর্থ লাভ, মিটবে অমীমাংসিত কাজ 'আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল…' RSS প্রধান মোহন ভাগবতকে নিশানা করলেন কুণাল হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা হাড় হিম করা ছবি বিশ্বকাপে! মাঠে আছড়ে পড়ে যন্ত্রণায় ছটফট করলেন অজি তারকা-Video বাংলাদেশে পুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা, নেওয়া হয়েছে পদক্ষেপ, জানালেন IGP 'বারবার হচ্ছে, এবার…..', দুর্গাপুজোয় বোমা ছোড়ার পরে বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের অষ্টমীর রাতে লোকালয়ে ঢুকে তাণ্ডব দাঁতালের, হাতির হানায় মৃত্যু শিশুর, আহত মা হাইকোর্টে জামিন পাওয়া ৯ ছাত্রকে মুক্তি দিতে গড়িমসি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ‘‌গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়’‌, চাপ বাড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন আলাপন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.