অজয় ও কাজলের বড় সন্তান নিসা দেবগন। তারকা কন্যা হওয়ার সুবাদে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় তিনি। এই দম্পতির একটি ছেলেও আছে, নাম যুগ দেবগন, যে বর্তমানে স্কুলে পড়ছে। দেবগন পরিবারের সদস্য নিসার জনপ্রিয়তা ক্রমশও বেড়েই চলেছে।
নিসার জন্মদিন
আগামী ২০ এপ্রিল নিসার জন্মদিন। ২১ বছরে পা দেবে সে। মেয়ের জন্মদিনের একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন কাজল। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে মেয়ে নিসাকে। মা কাজলকে জাপটে ধরে রয়েছে ছোট্ট নিসা। আসলে নিসার জন্মদিনের একদিন আগে এই বিশেষ ছবির মাধ্যমে কাজল নিজের সম্পর্কে পোস্ট করেছেন।
আরও পড়ুন: শাহরুখ-গৌরীর ভাড়া বাড়িতে থাকার গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’
নিসাকে নিয়ে পোস্ট কাজলের
ছবিটা বেশ পুরনো। নীসাকে হলুদ ফ্রকে দেখা যাচ্ছে এবং মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছেন। ছবিতে দুজনকেই হাসতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে কাজল লিখেছেন, ‘আগামীকাল নিসার ২১তম জন্মদিন, কিন্তু আজ আমার সম্পর্কে বলব, আমি কীভাবে মা হলাম। কিভাবে নিসা আমার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করেছে এবং কী ভাবে জন্মের পর থেকে প্রতিদিন আমাকে খুশি রেখেছে ও। কী ভাবে নিসা ওর ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাকে অবাক করেছে। ও আমাকে কীভাবে হাসিয়েছে। আমি ভুল হতে পারি কিন্তু আমি কখনই ভুলের মধ্যে ভুল হতে পারি না’।
আরও পড়ুন: প্রথম দফার নির্বাচন, সকাল সকাল বুথে লাইন দিয়ে ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ, বিজয়রা, দেখুন ছবি
আরও পড়ুন: বাস্কেটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছেন, ‘জিগরা’র জন্য আর কী কী করছেন আলিয়া, কী বলছে রিপোর্ট
আর কী লিখেছেন কাজল
অভিনেত্রী আরও লিখেছেন, ‘প্রথমবার যখন ও আমায় মা বলে ডাকল কেমন লাগল। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় আমি ওকে মুড়ে একদিনের জন্য আবার যদি পেটে রেখে দিতে পারতাম’। শেষে লিখেছেন, ‘ভালোবাসা একটি সহজ শব্দ যা আপনি আপনার সন্তানদের জন্য কী অনুভব করেন তা বর্ণনা করার জন্য। এটা এর চেয়ে অনেক বেশি। তাই হ্যাঁ, আজ আমার সম্পর্কে বললাম’।
নিসা সম্পর্কে
অন্যদিকে, নিসা সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে স্কুল শেষ করার পর সুইজারল্যান্ডে রয়েছেব উচ্চশিক্ষার জন্য। তবে কাজল কন্যা খবরে আসেন প্রায়ই পার্টি মুডে। ওরি-সহ বিভিন্ন বন্ধুদের সঙ্গে তাঁর দেখা মেলে মুম্বইয়ের নাইটক্লাবগুলিতেও। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে।
অজয়-কাজল কন্যা ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কেই বাছবেন কি না, তা এখনও খোলসা করেননি। মাসখানেক আগে পাপারাৎজিদের কাজল-কন্যা সাফ জানিয়ে দেন তাঁর নাম মোটেই ‘নাইসা’ নয়। বরং নিসা বলেই যেন তাঁকে ডাকা হয়।