কঙ্গনা রানাওয়াত ওয়াই প্লাস সিকিউরিটির সুবিধা পেয়ে থাকেন। কিছু বছর আগে তিনি শিবসেনার সঙ্গে একটি ঝামেলায় জড়িয়ে পড়ার পরই তাঁকে নিরাপদে রাখার জন্যই এই সুবিধা দেওয়া হয়। কিন্তু কেন এই ওয়াই প্লাস সিকিউরিটির সুবিধা পাবেন তিনি সম্প্রতি এমনই প্রশ্ন তুললেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেটার পাল্টা জবাব দিলেন বলিউডের কুইন।
কঙ্গনা যে কেবল মাত্র একজন সুদক্ষ অভিনেত্রী এমনটা নয়, তিনি নানা প্রসঙ্গে নিজের সোজাসাপ্টা মতামত রাখতেও পছন্দ করেন। যার ফলে অনেক সময় এমন হয় যে তাঁর বলা কোনও কথাকে কেন্দ্র করে কখনও বিতর্ক উসকে যায়। এবার তাঁর এই নিরাপত্তা বলয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রশ্ন তুললেন এই বর্ষীয়ান নেতা।
টুইটারে এদিন সুব্রহ্মণ্যম স্বামী কঙ্গনার এই ওয়াই প্লাস সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলে লেখেন, 'স্পেশাল প্রোটেকশন গ্রুপের তো বলিউডের তারকাদের নিরাপত্তা দেওয়া, তাঁরা কোথায় যাচ্ছে কী করছে সেটা ট্র্যাক রাখাটা কাজ নয়। তবুও ওঁকে বিশেষ ভাবে এই উচ্চমানের নিরাপত্তার সুবিধা দেওয়া হচ্ছে।' সুব্রহ্মণ্যম স্বামীর এই টুইট নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষের মুখে পড়ে মোটেই চুপ থাকেননি অভিনেত্রী। তিনি সাফাই দিয়ে জানালেন কেন তাঁকে এই নিরাপত্তা দেওয়া হয় ভারত সরকারের তরফে।
কঙ্গনা এদিন পাল্টা টুইট করে জানান তিনি বলিউডি তারকাদের মধ্যে অন্যতম অভিনেতা যিনি নানা বিষয়ে নিজের মতামত দিয়ে থাকেন। আর এর ফলে তিনি সহজেই মহারাষ্ট্র বা পঞ্জাবের মতো একাধিক রাজ্যের রাজনৈতিক দলগুলোর টার্গেট হয়ে ওঠেন। সেই জন্যই তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপকে অনুরোধ করেন যাতে তাঁকে ওয়াই প্লাস সিকিউরিটি দেওয়া হয়।
আরও পড়ুন: 'শাহরুখ, অক্ষয়রা প্রযোজনা করলে ঠিক আছে, অভিনেত্রীরা করলেই অবাক হন', প্রশ্ন কঙ্গনার
সুব্রহ্মণ্যম স্বামীর টুইটটা রিটুইট করে কঙ্গনা লেখেন, 'আমি কেবল একজন বলিউড তারকা নই স্যার। আমি একজন অত্যন্ত প্রতিবাদী এবং সচেতন নাগরিক। মহারাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর টার্গেট ছিলাম আমি। আমার বিনিময়ে জাতীয়তাবাদীরা এখানে সরকার গঠন করতে পারে। আমি হামেশাই টুকড়ে টুকড়ে গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলি। প্রতিবাদ জানাই খালিস্তানি গ্রুপগুলোর বিরুদ্ধেও।' তিনি আরও লেখেন, 'আমি একজন চিত্রপরিচালক, লেখক এবং প্রযোজকও বটে। আমার আগামী প্রজেক্ট হল এমারজেন্সি, এখানে অপারেশন ব্লুস্টারের কথা তুলে ধরা হবে। আমার জীবন বিপদের মধ্যে আছে তাই আমার নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেছিলাম। এতে কি কোনও ভুল আছে স্যার?'
বলিউডের কুইনের কথায় স্পষ্ট তিনি তাঁর আগামী ছবি পর্যন্ত এই নিরাপত্তা চান কারণ তিনি যে বিষয়ে ছবিটা বানিয়েছেন সেটা বেশ স্পর্শকাতর একটি বিষয়।
প্রসঙ্গত এমারজেন্সি ছবিতে কঙ্গনার পাশাপাশি অনুপম খের, শ্রেয়স তালপাড়ে, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক সহ অন্যান্যদের দেখা যাবে। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। কঙ্গনা এই ছবিতে অভিনয় করার পাশাপাশি এটির পরিচালনা এবং প্রযোজনা করেছেন।