স্ট্যান্ডআপ কমেডি শো টিভি দুনিয়ায় রাজত্ব করছেন কমেডিয়ান কপিল শর্মা। বিভিন্ন স্টাইলে নিজের চ্যাট শো নিয়ে আসেন কপিল, যেখানে অনেক বলিউড এবং টিভি তারকারা আসেন নিজেদের আসন্ন প্রোজেক্টের প্রচার সারতে।
কপিল শর্মার এই শোটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যার কারণে দর্শকরাও নতুন সিজনের জন্য অপেক্ষা করছেন। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কপিল শর্মা। কমেডিয়ান অভিনেতা তাঁর নতুন শোয়ের কথা ঘোষণা করেছেন। তাঁর এবারের শো খানিক আলাদা ধরনের হবে, ইতিমধ্যে কপিল যার ইঙ্গিত দিয়েছেন প্রোমোর মাধ্যমে। আরও পড়ুন: সুস্মিতা, গোবিন্দাদের সঙ্গে দীপাবলি পার্টিতে মেতে উঠেছেন রবিনা, স্মৃতি জেগে উঠবেই এ ছবি দেখলে
কপিল শর্মার নতুন শো
আসলে, নতুন কমেডি শোয়ের কথা ঘোষণা করে ইনস্টাগ্রামে নতুন শোয়ের প্রোমো শেয়ার করেছেন কপিল শর্মা। যেখানে শোয়ের পুরানো তারকা কাস্টকে কপিল শর্মার সঙ্গে দেখা গিয়েছে। এই প্রোমোতে, কপিল শর্মার সঙ্গে একজন সেক্রেটারি দেখা যাচ্ছে, যাকে কপিল শর্মা বাড়ি থেকে পুরানো জিনিসপত্র বের করতে বলেছেন। ফ্রিজ খুলতেই ভিতরে মিষ্টি খেতে দেখা যায় অর্চনা পূরাণ সিংকে। এর পরে, প্রোমোতে কিকু শারদা একটি বাক্স থেকে বেরিয়ে আসেন। কৃষ্ণা অভিষেককেও প্রোমোতে দেখা গিয়েছে, তাঁর হাতে কমলালেবু। কপিল শর্মাকে প্রোমোতে বলতে দেখা যায়, এবার কিছুই পুরনো হবে না। অর্থাৎ শোতে অনেক নতুন জিনিস যোগ হবে।
টিভিতে নয় OTT প্ল্যাটফর্মে আসবে এই শো
কয়েক বছর ধরে টিভিতে কপিল শর্মার শো আসছে, কিন্তু এবার এই কমেডি শোর ভেন্যু বদলেছে। এবার টিভিতে নয়, ওটিটিতে থাকবেন কপিল শর্মা। এই কমেডি শোটি OTT প্ল্যাটফর্ম Netflix-এ আসবে। নেটিজেনের কাছ থেকে পজিটিভ প্রতিক্রিয়া আসছে কপিলের প্রোমো দেখে। বেশ কিছু নেটিজেনের মন্তব্য, ওটিটিতে আসার পর শোটি ১৮ প্লাস শো হয়ে যাবে। কারও মন্তব্য, 'আমরা সুনীল গ্রোভারকে আশা করেছিলাম, কারণ তিনিও পরিবারের মধ্যে পড়ে, তাই না?'