বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiku Sharda: ‘প্রতিশ্রুতি দিয়েছিলে…!’, দু' মাসের মধ্যে প্রয়াত মা-বাবা দুজনেই, শোকাতুর ‘কপিল শর্মা শো’-র কিকু শারদা

Kiku Sharda: ‘প্রতিশ্রুতি দিয়েছিলে…!’, দু' মাসের মধ্যে প্রয়াত মা-বাবা দুজনেই, শোকাতুর ‘কপিল শর্মা শো’-র কিকু শারদা

মা ও বাবার মৃত্যুর খবর দিলেন কিকু শারদা। 

সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা বার্তা শেয়ার করে নিলেন কিকু শারদা। জানালেন মাত্র দু মাসে প্রয়াত হয়েছে তাঁর মা ও বাবা। 

দুঃসংবাদ শেয়ার করে নিলেন কপিল শর্মা শো-খ্যাত কিকু শারদা। বাবা-মায়ের মৃত্যুর খবর শেয়ার করে নিলেন তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কৌতুক অভিনেতা জানিয়েছেন যে, মাত্র দুই মাসের মধ্যে তিনি তার মা এবং বাবা উভয়কেই হারিয়েছেন। বাবা আর মায়ের একটি ছবিও শেয়ার করেন তিনি সোশ্যাল মিডিয়াতে।

কিকু লিখলেন, ‘গত ২ মাসের মধ্যে তাঁদের দুজনকেই হারিয়েছি। আমার মা এবং আমার বাবা।’ মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, ‘মা তোমারর কথা খুব মনে আসে। তোমাকে ছাড়া জীবন কখনও ভাবিনি।’

‘এখন আমার টিভি শো দেখে কে জানাবে ভালোমন্দ! কে আমাকে বলবে আমি কোথায় ভুল করছি, কোথায় ঠিক! আমার প্রতিটা সাফল্যে কে খুশি হবে! আমার সব বিপত্তিতে কে পাবে কষ্ট! কে বলবে আজকে অমিতাভ বচ্চন কী কী মজার কথা বলেছে! আমার আরও অনেক মজার কথা শোনার ছিল তোমার থেকে। অনেক কিছু বলার ছিল তোমাকে। অনেক কিছু জিজ্ঞেস করার ছিল? সেসবের এখন কী হবে?’, আরও লেখেন কিকু। আরও পড়ুন: ওজন কমাতে লাউ না চাল কুমড়োর রস খাবেন? জানুন সঠিক নিয়ম ও উপকারিতা

বাবার জন্য কিকু লিখলেন, ‘বাবা তোমাকে সবসময় শক্তিশালী দেখেছি, আত্মবিশ্বাসী দেখেছি, জীবন উপভোগ করতে দেখেছি। সন্তান, নাতি-নাতনিদের নিয়ে কতই না পরিকল্পনা ছিল তোমার। পরিবারই ছিল তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার মতো ইতিবাচক কাউকে দেখিনি। জীবনের সবচেয়ে বড় পতনেও, সবচেয়ে উজ্জ্বল দিকটা তুমি খুঁজে নিয়েছো। তোমার থেকে অনেক শিখেছি। তোমার থেকে আরও অনেক শেখার ছিল।’ আরও পড়ুন: 'শোভন চ্যাটার্জীর সম্পত্তির উপর...!', সহবাস নিয়ে মুখ খুললেন বৈশাখী

 

সব শেষে কিকু লিখলেন, ‘বড্ড তাড়াহুড়ো করলে তোমরা। আরেকটু থেকে যেতে পারতে। কত কথা না বলা থেকে গেল। তোমরা সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলে একে-অপরকে। আর সেটাই করলে। মা বাবা তোমাদের খুব মিস করছি।’

 

কিকুকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুরাগী ও সহকর্মীরা। ভারতী সিং থেকে আলি আসগর মন্তব্য করলেন এই পোস্টে। অভিনেতা-প্রযোজক জেডি মজেথিয়া লিখলেন, ‘এই পোস্ট পরে আমারই এত কষ্ট হচ্ছে। বুঝতে পারছি তোমার উপর দিয়ে কী যাচ্ছে। কোনও কথাই তোমার এই ব্যথা লাঘব করতে পারবে না। সময় আমাদের শুধু শেখায় তাঁদের স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকার। ভগবান তোমায় শক্তি দিক এই কঠিন সময় কাটিয়ে ওঠার। শান্তি কামনা করে প্রার্থনা করি।’

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘ঘরের মধ্যে ডেকে…..’, RG করে সন্দীপের 'কীর্তি' ফাঁস আরও এক তরুণী ডাক্তারের মায়ের প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ৮ সেপ্টেম্বরের রাশিফল বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস… আউট হয়ে খেপে লাল রিয়ান! প্যাডে মারলেন ব্যাট, ভ্যাবাচাকা খেলেন ধারাভাষ্যকারও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.