বাংলা নিউজ > বায়োস্কোপ > যশ রাজ স্টুডিওজে প্যাম আন্টির প্রার্থনা সভা, শ্রদ্ধা জানাতে হাজির আমির-করণ-প্রীতিরা

যশ রাজ স্টুডিওজে প্যাম আন্টির প্রার্থনা সভা, শ্রদ্ধা জানাতে হাজির আমির-করণ-প্রীতিরা

যশ রাজ স্টুডিওজে বসল প্যাম আন্টির প্রার্থনা সভা

যশ রাজ স্টুডিওজে অনুষ্ঠিত হল পামেলা চোপড়ার প্রার্থনা সভা। এদিন উপস্থিত ছিলেন আমির খান, ডিম্পল কাপাডিয়া, করণ জোহর, প্রীতি জিন্টা প্রমুখ।

রবিবার, ২৩ এপ্রিল মুম্বইয়ের যশ রাজ স্টুডিওজে অনুষ্ঠিত হল যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়ার (Pamela Chopra) স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত প্রার্থনা সভা। এদিন বহু অভিনেতারা উপস্থিত ছিলেন উদয় চোপড়া এবং আদিত্য চোপড়ার (Aditya Chopra) মাকে শ্রদ্ধা জানাতে। করণ জোহর (Karan Johar), প্রীতি জিন্টা (Preity Zinta), ডিম্পল কাপাডিয়া, আমির খান (Aamir Khan), আদিত্য রয় কাপুর, অভিষেক বচ্চন, জোয়া আখতার, ভিকি কৌশল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন সকালে থেকেই বলিউডের বিভিন্ন সম্মানীয় ব্যক্তি যেমন রাকেশ রোশন এবং তাঁর স্ত্রী পিঙ্কি রোশন, লাভ রঞ্জন, শাবানা আজমি, জাভেদ আখতার, টিনা আম্বানি, নিতিন মুকেশ, রীতেশ দেশমুখ প্রমুখ উপস্থিত ছিলেন।

কড়া নিরাপত্তায় মুড়ে এদিন প্রার্থনা সভায় হাজির হয়েছিলেন সলমন খানও। এছাড়া যাঁরা আদিত্য চোপড়া বা যশ চোপড়ার জন্য পামেলা চোপড়ার বিশেষ পরিচিত ছিলেন তাঁরাও এদিন উপস্থিত ছিলেন প্রার্থনা সভায়। জাভেদ আখতার থেকে করণ জোহর সকলেই হাজির ছিলেন এদিন।

বিগত কয়েক সপ্তাহ ধরেই বেশ অসুস্থ ছিলেন পামেলা চোপড়া। তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকদিন ধরেই। ২০ এপ্রিল ৭৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে তাঁর দাহকাজ সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুর পর বলিউডের বহু তারকা আদিত্য এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করে গিয়েছেন।

১৯৭০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পামেলা এবং যশ। বিয়ের পর তিনি তবে স্বামীকে কস্টিউম ডিজাইন করা থেকে গান বিভিন্ন বিষয়ে নানা সময়ে সাহায্য করেছেন। তিনি কভি কভি, চাঁদনি, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ইত্যাদি ছবিতে গান গেয়েছেন। ২০১২ সালের অক্টোবরে ৮০ বছরে মারা যান যশ চোপড়া।

দ্য রোম্যান্টিক্স সিরিজে শেষবার পামেলাকে দেখা গিয়েছিল। আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর একটি বিশেষ সাক্ষাৎকারে দেখা যায় তাঁকে। যশ চোপড়ার মৃত্যুর পর আদিত্য, উদয় এই যশ রাজ ফিল্মস থেকে স্টুডিওর দায়িত্ব কাঁধে তুলে নেন।

বন্ধ করুন