আমাজন প্রাইমে আসছে সিটাডেল ইউনিভার্সের ভারতীয় সিরিজ। যে সিরিজের নাম হতে চলেছে সিটাডেল: হানি বানি। আর তাতেই দেখা যাবে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ানকে। মঙ্গলবার, মুম্বইতে ছিল তারই লঞ্চ অনুষ্ঠান। সেখানে মাইক হাতে সঞ্চালকের আসনে দেখা যায় করণ জোহরকে। হাজির ছিলেন বরুণ ধাওয়ান, সামান্থা রুথ প্রভু সহ অন্যান্যরা। আর সেই মঞ্চেই করণকে দেখে এটা কী করতে গেলেন সামান্থা? অভিনেত্রীর কাণ্ডে No No বলে চিৎকার করে ওঠেন করণ।
ঠিক কী ঘটেছে?
আসলে সামান্থা রুথ প্রভু ভরা মঞ্চে করণ জোহরের পা ছুঁয়ে প্রণাম করতে গিয়েছিলেন। ঠিক তখনই নো-নো' বলে চিৎকার করে ওঠেন করণ। সেসময় মঞ্চে দাঁড়িয়েছিলেন বরুণ ধাওয়ান, পরিচালক জুটি রাজ এবং ডিকে (রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে)। এই ঘটনা ঘিরে মজা করতে শুরু করেন করণ ও বরুণ। করণ সামান্থাকে পা ছুঁতে নিষেধ করলে বরুণ বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকেরই করণের পা ছুঁয়ে প্রণাম করা উচিত।’ উত্তরে করণ বলেন, ‘আমি এখানে বুড়ো হতে চাই না প্লিজ। সবেমাত্র আমি আমার মিডলাইফ ক্রাইসিস কাটিয়ে উঠেছি। আমি চাই না তুমি আমাকে আবারও আমার জায়গায় ফিরিয়ে যেতে বলুন, প্লিজ।’
আরও পড়ুন-‘নিম ফুলের মধু’তে বহুদিন দেখা নেই 'ঠাম্মি'র, অসুস্থ লিলি চক্রবর্তী, এখন কেমন আছেন?
অর্থাৎ মজা করে হলেও নিজেই নিজেকে ‘বুড়ো বলে বসেন করণ। আর বরুণ মজা করে বলেন, ‘আমার মনে হয় না আপনারা সবাই বুঝতে পেরেছেন যে করণের বয়স ঠিক কত! আসলে করণ ডার্মাটোলজিস্টের সাহায্য নিয়ে নিজের যৌবন ধরে রেখেছেন। আসল কথা হল করণের চর্মরোগ বিশেষজ্ঞ (ডার্মাটোলজিস্ট) দুর্দান্ত কাজ করেন। জবাবে করণ বলেন, ‘অনেক মানুষই আছেন, যাঁর মুখের সার্জারি করান, ত্বক টান টান করান, তবে আমি তাদের দলে নই।’
এদিকে মঙ্গলবার আমাজন প্রাইম ভিডিও হিন্দি, তামিল এবং তেলুগুর ছাড়াও মোট ২৯টি ভারতীয় ভাষায় তাঁদের শোয়ের কথা ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ছিল সিটাডেল-এর ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানি বানি’। এছাড়াও আসছে অনন্যা পাণ্ডের 'কল মি বে', ভূমি পেডনেকরের 'ডালডাল'-এর পাশাপাশি অভিষেক বচ্চনের 'বি হ্যাপি' এবং অনিল কাপুরের 'সুবেদার'-এর মতো ছবি।