প্রথম কাজ শুরু করেন শাহরুখ খানের সঙ্গে। কুছ কুছ হোতা হ্যায় দিয়েই বলিউডে হাতেখড়ি হয় করণ জোহরের। সম্প্রতি সেই ছবি নিয়েই মুখ খুললেন পরিচালক। একটি পডকাস্ট শোতে তিনি জানালেন শাহরুখ নাকি বেজায় বিরক্ত হতেন কুছ কুছ হোতা হ্যায় ছবির শুটিংয়ে। কিং খান নাকি একদমই রোম্যান্টিক হিরো হতে চাননি। তিনি বারবার রোম্যান্টিক হিরোর চরিত্র করতে করতে বিরক্ত হয়ে গিয়েছিলেন বলেও জানান। তিনি অ্যাকশন হিরো হতে চাইতেন।
খোদ আদিত্য চোপড়াও জানিয়েছিলেন যে শাহরুখ খান বরাবর অ্যাকশন হিরো হতে চেয়েছিলেন। সেই একই কথা এবার শোনা গেল করণ জোহরের মুখে। তাঁর মতে কিং খানের নাকি লাভ স্টোরি একদম চোখের বিষ।
শাহরুখ খান প্রসঙ্গে করণ জোহর
বি এ ম্যান ইয়ার পডকাস্ট শোতে এসে করণ জোহর শাহরুখ খান প্রসঙ্গে বলেন, 'শাহরুখ একদম লাভ স্টোরি পছন্দ করত না। ও খালি অ্যাকশন ছবি করতে চাইত। ও তো আদিত্যকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে করতে দেবেই না করে। তারপর আমি যখন কুছ কুছ হোতা হ্যায় করি তখনও খুব বিরক্ত হতো শুটিংয়ের সময়।' করণ আরও বলেন 'এরপর যখন ছবিগুলি হিট করতে শুরু করে তখন আর কিছু বলেনি। খালি বলেছিল যদি এই লাভ স্টোরিগুলি চলে তাহলে আমি করব।'
আরও পড়ুন: মুক্তির আগেই ডাঙ্কি দেখলেন বোমান ইরানি? শাহরুখের ছবি নিয়ে বললেন, 'হ্যাট্রিক হবে এটাও'
আরও পড়ুন: প্রথমবার বরণ করে মুগ্ধ নয়নে দেবীদর্শন শ্রুতির, স্বর্ণেন্দুকে জড়িয়ে দিলেন পোজ
পরিচালক এদিন শাহরুখের প্রশংসা করে বলেন, 'ওর ওই চোখ দিয়ে ও হাজারো যুদ্ধ জয় করতে পারে। ওর ওই চোখের জন্য পাগল অনেকে আগেও ছিল আগামীতেও থাকবে। ঈশ্বরের চোখ আছে ওর। কেউ সেগুলোর দিকে তাকালে দুর্বল হতে বাধ্য সে তার উল্টো দিকে পুরুষ নারী যেই থাকুক না কেন।'
সম্প্রতি করণ জোহর এই বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন। একই সঙ্গে কাল্ট ছবি কুছ কুছ হোতা হ্যায়র ২৫ বছর পূর্ণ হল। করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিটি কিছু মাস আগে মুক্তি পেয়েছে। অন্যদিকে আগামীতে শাহরুখের ডাঙ্কি আসছে।