বাংলা নিউজ > বায়োস্কোপ > নিমন্ত্রণ মেলেনি ‘ভিক্যাট’র বিয়েতে! ছেলে-মেয়ে নিয়ে রানির বাড়িতে করণ, গেল শাহরুখের ছেলেও

নিমন্ত্রণ মেলেনি ‘ভিক্যাট’র বিয়েতে! ছেলে-মেয়ে নিয়ে রানির বাড়িতে করণ, গেল শাহরুখের ছেলেও

রানি মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি করণ জোহর, আব্রাম খান।

বলিউড থেকে হাতে গোনা দু'-একজনকে নিমন্ত্রণ করেছেন ক্যাটরিনা-ভিকি। 

বৃহস্পতিবার দিনটা ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে মেতে ছিল গোটা দেশ। তারকা জুটির একঝলক পাওয়ার জন্য ফোর্টের বাইরে অপেক্ষা করছিল শতশত ফোটোগ্রাফার। নিরাপত্তার চাদড়ে মুড়ে দেওয়া হয়েছিল জয়পুর। যদিও ক্যাটরিনার খুব ঘনিষ্ঠ ছাড়া সেই বিয়েতে কারওরই নিমন্ত্রণ মেলেনি! এমনকী, ক্যাটের ইন্ডাস্ট্রি ফ্রেন্ড করণ জোহর, একসময়ের বেস্ট ফ্রন্ড আলিয়া ভাটরাও ছিলেন মুম্বইতেই। 

তবে, করণরা পার্টি করলেন রানি মুখোপাধ্যায়ের বাড়ি গিয়ে। বৃহস্পতিবারই ছিল রানি-আদিত্যর মেয়ে আদিরার ৬ বছরের জন্মদিন। মেয়ে রুহি জোহর ও ছেলে যশ জোহরক নিয়ে রানির বাড়িতে যান করণ। ছেলে লক্ষ্য় কাপুরকে নিয়ে পার্টিতে হাজির ছিলেন তুষার কাপুরও। পার্টিতে দেখা মিলল শাহরুখের ছোট ছেলে আব্রামকেও। 

ইনস্টাগ্রামে এক পাপারাৎজি পেজ থেকে ছবি শেয়ার করা হয়েছে রানির পার্টি থেকে বের হওয়ার সময়। শাহরুখের ছেলেকে দেখে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘আরিয়ান হল আসল রাজপুত্র। বয়স ছোট হলে কী হবে, মুখ দেখে বোঝা যায় একসময় রাজ করবে বলিউডে।’ আবার করণ জোহরকে রানি মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বের হতে দেখে এক ইনস্টা-ব্যবহারকারীর মন্তব্য, ‘তাহলে ভিকি-ক্যাটরিনা করণকে নিমন্ত্রণ করেনি।’

২০১৪ সালে পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। আর ২০১৫ সালে জন্ম হয় আদিরার। রানি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মেয়ে আদিরার ফোটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার কারণ। রানি জানিয়েছিলেন, ‘আমি আর আদিত্য চাই ও স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। স্কুলেও ওকে আর পাঁচটা বাচ্চার মতো দেখা হোক। আমি আর আদিত্য চাই না তাই সারাক্ষণ কেউ ওর ফোটো তুলতে থাকুক।’ ২০১৬ সালে রানি নিজেই ছোট্ট আদিরার ছবি প্রথমবার শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যদিও মেয়ের ছবি ঘনঘন দেন না তিনি সামাজিক মাধ্যমে।

বন্ধ করুন