২০ ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস (ডিপিআইএফএফ) ২০২৪ অ্যাওয়ার্ড শো। রেড কার্পেটে তারকাদের ভিড়। এসবের মধ্যে মুখোমুখি দুই প্রাক্তন। শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান।
সম্প্রতি এক অনুষ্ঠানে দীর্ঘ সময় পরে মুখোমুখি হলেন দুজনে। রেড কার্পেট হেঁটে প্রবেশ করছিলেন করিনা কাপুর খান। সেই সময় পাশেই পরিচালক জুটি রাজ এবং ডিকে-এর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলছিলেন শাহিদ। হাতে ট্রফি ধরে, গল্পে মশগুল ছিলেন অভিনেতা। হঠাৎই সেখানে হাজির করিনা।
হেঁটে আসার সময় পরিচালকের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সম্বোধন করেন বোবো। কিন্তু শাহিদকে পরিষ্কার উপেক্ষা করে যান করিনা। একে-অপরকে দেখে অস্বস্তি পড়েন দুজনেই। এরপরই পাশ কাটিয়ে পোজ দেওয়ার পাপারাজ্জিদের সামনে এসে দাঁড়ান। দুজনেই সামাল দিয়েছেন পরিস্থিতির। আরও পড়ুন: ভুয়ো ইনস্টা আইডি নিয়ে বিপাকে বিদ্যা! অভিযোগ দায়ের করলেন মুম্বই পুলিশের কাছে
দেখুন ভিডিয়ো-
২০১৬ সালে দু’জনকে একসঙ্গে ‘উড়তা পঞ্জব’ ছবিতে দেখা গিয়েছিল শাহিদ-করিনাকে। এরপর আর স্ক্রিন স্পেস ভাগ করেননি তাঁরা। বিচ্ছেদের পর দু’জনকে একসঙ্গে বলিউডের কোনও অনুষ্ঠানে দেখা না গেলেও একে অপরের বিরুদ্ধে কখনও কোনও রকম কটু কথা তাঁদের বলতে শোনা যায়নি।
এক সময় শাহিদ-করিনার প্রেম ছিল বলি পাড়ায় মুচমুচে খবর। প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। শাহিদের থেকে বয়সে বড় করিনা। সেই সময় জুটি বেঁধে ‘জব উই মেট’, ‘ফিদা’, ‘চুপ চুপ কে’র মতো ছবিতে অভিনয় করে দর্শকের মনে ছাপ ফেলেছে এই জুটি। ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের সময় থেকে মনোমালিন্য হতে শুরু করে করিনা-শাহিদের। প্রেম ভাঙে তাঁদের। রাস্তা আলাদা হয়ে যায় এই দুই তারকার। এমনকী, বন্ধুত্বটুকুও নেই।
বিচ্ছেদের পর দুজনেই বিয়ে করে নিজেদের জীবনসঙ্গীদের সঙ্গে সুখে সংসার করছেন। শাহিদ এবং করিনার কিন্তু একে অপরের প্রতি সম্মান এখনও অটুট। বহু বছর একসঙ্গে পর্দায় এবং পর্দার বাইরে কোথাও আর দেখা যায়নি তাঁদের। তবে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের থেকে একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
স্বামী সইফ আলি খান, দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করিনার। অন্যদিকে মীরার সঙ্গে সুখী গৃহকোণ শাহিদের। বিচ্ছেদের পর ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ এবং করিনা। তবে একে-অপরের বিপরীতে তাঁদের দেখা যায়নি। তাঁদের একসঙ্গে কোনও দৃশ্যেও দেখা যায়নি।