বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif-Kareena Vacation Plan: বছরে ৩ মাস ‘নো ওয়ার্ক পলিসি’, জুন থেকে অগস্ট কোথায় গিয়ে থাকেন সইফ-করিনা?

Saif-Kareena Vacation Plan: বছরে ৩ মাস ‘নো ওয়ার্ক পলিসি’, জুন থেকে অগস্ট কোথায় গিয়ে থাকেন সইফ-করিনা?

জুন থেকে অগস্ট, পরিবারকে নিয়ে কী পরিকল্পনা থাকে সইফ-করিনার!

সইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর খান। তৈমুর আর জেহ, দুই ছেলের দায়িত্ব পালন করছেন এই দম্পতি। কীভাবে পরিবারকে একসঙ্গে রাখেন তাঁরা, জানালেন সেটাই। 

করিনা কাপুর খান এবং সইফ আলি খানের দাম্পত্য খুব জনপ্রিয় বলিউডে। একসময় এই বিয়েতে দুজনের বয়সের পার্থক্য নিয়ে খুব কম কটাক্ষ হয়নি। তবে সকলকে ভুল প্রমাণ করে দুজনের কেমিস্ট্রি বরাবরই। 

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বেবো প্রকাশ করেছেন যে, তাঁর এবং সাইফের মধ্যে প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত কাজ না করার চুক্তি রয়েছে। এবিপি নেটওয়ার্কের একটি অধিবেশন চলাকালীন করিনাকে বলতে শোনা যায়, সইফের কাছ থেকেই তিনি শিক্ষা পান মাটির কাছাকাছি থাকার। সাফল্যকে সামলানোর টিপস দেন তাঁকে বরই। এমনকী, বক্স অফিসের সাফল্য ব্যর্থতার যে ওঠাপড়া লেগে থাকে তা সামলাতেও করিনাকে সাহায্য করেন সইফ। 

আরও পড়ুন: দিদি নম্বর ১-এ রুটি বেললেন মমতা, কটাক্ষ সায়নের, ‘উনি নিরোর শাসন বেশি ভালোবাসেন’

করিনা স্বীকার করেছেন যে, বিনোদন শিল্পে সাফল্য এবং ব্যর্থতার এই ক্রমাগত চাপ এড়ানো কঠিন। কিন্তু সইফের সঙ্গে বিয়ে তাঁর জীবনে ভারসাম্য এনেছে। তাদের মধ্যে একজন যখন কাজে ব্যস্ত থাকে, অন্যজন সন্তানদের সঙ্গে বাড়িতে থাকেন। তাছাড়া জুন থেকে আগস্ট পর্যন্ত একযোগে কোনও কাজ হাতে না নেওয়ারও প্রতিশ্রুতি নিয়েছেন তাঁরা। এই সময়ে তাদের ছেলে তৈমুরের স্কুলে চলা লম্বা ছুটির সঙ্গে মিলে যায়। ফলে ঘুরতে তো যানই, সঙ্গে বাড়িতেও সকলে মিলে কাটান কোয়ালিটি টাইম।  

আরও পড়ুন: ‘খুব দুঃখিত, আমরা ৬ তারিখে কোনও…’, রাজি নয় কাঞ্চন, সাফ জানিয়ে দিলেন শ্রীময়ী

২০১২ সালে বিয়ে করেন সইফ আর করিনা। ২০১৮ সালে জন্ম তৈমুরের। আর ২০২১ সালে কোলে এসেছে ছোট ছেলে জেহ। মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করছে তৈমুর। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দেখা যায় মাম্মা করিনাকে। তৈমুর খুব ভালো ক্যারাটে করে। এমনকী. ছেলের ক্যারাটের বিভিন্ন প্রতিযোগিতা, ক্যাম্পেও দেখা যায় সইফ-করিনাকে একসঙ্গে। 

আরও পড়ুন: বেবিবাম্প নিয়ে মারামারি! আর্টিকেল ৩৭০ শনিবার ব্যবসা করে ৭.৫ কোটির, ২ দিনের আয় কত

কাজের সূত্রে, করিনাকে এরপর দেখা যাবে দ্য ক্রু-তে। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন টাবু আর কৃতি শ্যানন। সম্প্রতিই সামনে এসেছে টিজার। বিমান সেবিকার ভেক ধরে মালদার যাত্রীদের লুটে নেওয়াই একমাত্র লক্ষ্য় তাঁদের। আর এসবের মাঝেই বিমানের এক যাত্রী হঠাৎ মারা যায়, আর দেখা যায় তাঁর গায়ে বাধা আছে সোনার বিস্কুট। এবার এই তিন ‘খতরনাক মহিলা’ কী করে সেটাই দেখবে দর্শক। তবে অবশ্যই মজার মোড়কে। একতা কাপুর এবং রিয়া কাপুর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২৯ মার্চ।

 

বায়োস্কোপ খবর

Latest News

একটি বা দু’টি নয়, তিন তিনটি ব্রেসলেট দেখা গেল শাহরুখের কব্জিতে, দাম লক্ষাধিক পিয়ানো-গানে প্রতিবাদের ভাষা! কালো জামা, মাথায় ফিতে, মেয়ের ভিডিয়ো শেয়ার সুদীপ্তার ‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের সন্দীপের তালাবন্ধ পৈত্রিক বাড়িতে ED, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাবা-মা কোথায় আরজি কর-এ বোমাতঙ্ক! পরিত্যক্ত ব্যাগ ঘিরে উঠছে প্রশ্ন, ছুটল বম্ব স্কোয়াড আরজি কর কাণ্ডে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে জেরা-তল্লাশি সত্তরোর্ধ্বদের জন্য ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, কেন্দ্রের বিমায় আর কী কী Duleep Trophy 2024: ২ বল খেলেই মাঠ ছাড়লেন! রুতুরাজের চোট নিয়ে তৈরি হয়েছে জটিলতা ওপেনএআই 12,59,651 কোটি টাকার বিশাল মূল্যায়নে তহবিল সংগ্রহের জন্য আলোচনায় রয়েছে ‘একটু নেশা করে ফেলেছিলাম, বুঝতে পারিনি… ’, বিচারকের আবাসনে হানায় ধৃত খুলল মুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.