বাংলা নিউজ > বায়োস্কোপ > Kartik Aryan: এয়ারপোর্টের বাইরে তার নাম ধরে কাঁদছে খুদে ভক্ত, কার্তিক যা করল তা সবার মন গলাবে

Kartik Aryan: এয়ারপোর্টের বাইরে তার নাম ধরে কাঁদছে খুদে ভক্ত, কার্তিক যা করল তা সবার মন গলাবে

খুদে ভক্তের আবদার রাখতে যা করলেন কার্তিক আরিয়ান। (ছবি সৌজন্যে - টুইটার)

ভক্তদের মধ্যে বরাবরই জনপ্রিয় কার্তিক আরিয়ান। বোঝা যাচ্ছে ‘ভুল ভুলাইয়া ২’-র পর এখনও শিশুরাও মন দিয়ে ফেলেছে তাঁকে। 

যত দিন যাচ্ছে কার্তিক আরিয়ানের অনুরাগীর সংখ্যা বাড়ছে। ২০২২ সালে ভুল ভুলাইয়া ২ তাঁকে বহুল সাফল্য এনে দিয়েছে। ফলত লোকমুখে পরিচিতও হয়েছেন তিনি। তবে শুধু ভালো বা সুপুরুষ অভিনেতা হিসেবেই কার্তিক পরিচিত নন তাঁর ভক্তদের কাছে, সঙ্গে সকলে পছন্দ করে তাঁর ব্যবহার। অনুরাগীদের স্পেশ্যাল ফিল করানোর কোনও সুযোগই তিনি ছাড়েন না। আর এখন তো হরর কমেডিতে কাজ করে তিনি ছোটদের মধ্যেও খুব জনপ্রিয়।

কার্তিক আরিয়ানের এক খুদে ভক্তের সঙ্গে এমনই মুহূর্তের সাক্ষী থাকল রাজস্থান। ইউথ কনক্লেভ ২০২২-তে যোগ দিতে গিয়ে ফিরছিলেন যোধপুর বিমানবন্দর হয়ে। আর সেখানেই এক ছোট বাচ্চা চিনতে পারে অভিনেতাকে। এয়ারপোর্টের গেটের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে নিতে থাকে অভিনেতার নাম, একটু দেখা করার প্রয়াস আর কী!

একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁর নাম ধরে এই ডাক কানে পৌঁছয় কার্তিকেরও। সেই বাচ্চার অনুরোধ শুনতে পেয়ে ফিরে আসেন গেটের সামনে। সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন। সেই ছেলেটির মা-কে অনুরোধ করেন সেখান থেকেই ছবি নিয়ে নিতে। যদিও এরপর বাচ্চাটিকে কার্তিকের কাছে আসতে দেওয়া হয়। সে ছবি তোলে, অটোগ্রাফ নেয়। ভিডিয়োতে কার্তিককে এটাও বলতে শোনা যাচ্ছে, ‘সরি বেটা, ফ্লাইটের জন্য দেরি হয়ে যাচ্ছে।’

আর কার্তিকের এই কাজই মন কেড়ে নিয়েছে নেটপাড়ার একাধিক মানুষের। ভিডিয়োতে স্পষ্ট ভীষণ তাড়ায় ছিলেন তিনি। এয়ারপোর্টের মধ্যে ঢুকে গিয়েও ফিরে আসেন যখন বুঝতে পারেন বাচ্চাটা তাঁর সঙ্গে দেখা করার জন্য বায়না করেই চলেছে। একজন এই পোস্টের কমেন্ট সেকশনে লিখেছেন, ‘এই জন্য ছেলেটা গোটা দেশের থেকে এত ভালোবাসা পায়’। অপরজন লিখেছেন, ‘কার্তিক বারবার বুঝিয়ে দেয় একজন তারকা কীভাবে সাধারণের সঙ্গে মিশে যেতে পারে। তাদের জন্য সবকিছু করতে পারে।’ অরেকজন লিখলেন, ‘ভীষণ কিউট এই ভিডিয়োটা। মন ভালো করে দেওয়া।’

কার্তিক আরিয়ানকে শেষ দেখা গিয়েছে ‘ভুল ভুলাইয়া ২’-তে। ২০২২-এর ৩ নম্বর উপার্জিত ছবি এটা। এরপর তাঁকে দেখা যাবে কৃতির সঙ্গে ‘শেহজাদা’, কিয়ারার সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’-তে। 

 

 

বন্ধ করুন