সারা সপ্তাহ কাজের পর নিজের সঙ্গে সময় কাটানো, আর পাঁচটা সাধারণ মানুষের মতো অভিনেত্রী ক্যাটরিনা কাইফও সেই ফর্মূলাতেই বিশ্বাসী। রবিবার ইনস্টাগ্রামে ক্যাটরিনা বাড়ির ড্রইংরুম থেকে ছবিখানা শেয়ার করে নিলেন অভিনেত্রী। দেখা যাচ্ছে চেয়ারের উপরে পা তুলে বসে আছেন। হাসছেন ক্যামেরার দিতে তাকিয়ে।
কালো টি-শার্ট এবং প্রিন্টেড ট্রাউজারে ছবিখানা শেয়ার করেছেন ক্যাটরিনা। মুখে মেকআপের লেশমাত্র নেই। ছবির ক্যাপশনে তিনি লিখলেন, ‘সানডেজ’। সঙ্গে একটা সূর্যের ইমোজি। আর এতে কমেন্ট করলেন সোনম কাপুর। লিখলেন, ‘সুন্দর ক্যাট’। সঙ্গে একটা লাল হার্ট ইমোজি। আরও পড়ুন: অপরাজিতা আঢ্যর মাতৃবিয়োগ! মায়ের চলে যাওয়ার খবর দিলেন সোশ্যাল মিডিয়ায়
ভিকির সঙ্গে বিয়ের পর যেন আরও বেশি ভালোবাসা পাচ্ছেন ক্যাটরিনা। এখন আর তাঁর পরিচয় কোনও বিদেশি-কন্যা, যিনি জায়গা করে নিয়েছেন বলিউডে, নয়। বরং তিনি এখন পঞ্জাবের বউমা। ক্যাটরিনাকে শেষবার ‘ফোন ভূত’ ছবিতে দেখা গিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদি এবং ঈশান খট্টরের সঙ্গে। তাঁকে আগামীতে ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে সলমন খানের সঙ্গে। এছাড়া বিজয় সেতুপতির সঙ্গে তিনি ‘মেরি ক্রিসমাস’ ছবিতেও অভিনয় করবেন। পাশাপাশি ফারহান আখতারের ‘জি লে যারা’ও রয়েছে ক্যাটরিনার ঝুলিতে। আরও পড়ুন: ‘বাচ্চা বয়সে পেঁয়াজি!’, শার্টের উপরের বোতাম খোলা, নেই ব্রা, অনন্যাকে নিয়ে ট্রোল

ক্যাটরিনার ছবিতে সোনম কাপুরের কমেন্ট।
সম্প্রতি, ক্যাটরিনার মেকআপ ব্র্যান্ড কে বিউটি তাদের ইনস্টাগ্রাম পৃষ্ঠায় একটি ভিডিও ভাগ করেছে যেখানে তাঁকে মিনি মাথুর এবং করিশ্মা কোহলির সঙ্গে ‘নেভার হ্যাড আই এভার’ খেলতে দেখা গিয়েছে। সেখানে ক্যাটরিনা ফাঁস করেছেন তিনি সঙ্গীর ফোন চেক করেছেন। মিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, ‘ভিকি (ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল) তোমার পাসওয়ার্ড পরিবর্তন করে দাও’। তাতে ক্যাটরিনা তাঁকে বাধা দিয়ে বলে বলেন, ‘না, যখন আমার বুদ্ধি কম ছিল তখন এসব করেছি। এখন ঘটে বুদ্ধি এসেছে আমি কখনই, কখনও, কখনও, আর কখনও এসব করব না। কেউ ফোন খুলে আমার পাশে রাখলেও আমি তাকাব না’।
এখানেই ক্যাট ফাঁস করেছেন, পাবলিক বাথরুমে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছিলেন তিনি। জানিয়েছিলেন সেটা কোনও এক ‘দিওয়ালি পার্টি ছিল’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)