1/5সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী অনন্যা গুহ। খুব অল্প বয়সেই কেরিয়ার গড়ে নিয়েছেন টলিউডে। তবে অনন্যার দেওয়া এই ছবিগুলি নিয়ে এখন বিতর্ক। সাদা শার্ট পরে ছবিটা শেয়ার করেছেন টেলিভিশনের মুন্নি। শার্টের উপরের বোতাম খোলা। নেই কোনও অন্তর্বাস। দেখে চোখ ছানাবড়া নেট-নাগরিকদের।
2/5সাদা শার্ট পরা সেই ছবিতে একজন মন্তব্য করলেন, ‘তুমি কি লোকের চোখ টানার জন্য এসব ছবি দাও আজকাল?’ আরেকজন লিখলেন, ‘গালে কীসের দাগ। তোমার?’ তৃতীয়জন লিখলেন, ‘নিজের বয়সের মতো থাকো। সামনে তো বোর্ডের পরীক্ষা। পড়াশোনা ছেড়ে যত সব নাটক’।
3/5‘কৃষ্ণকলি’র মুন্নি চরিত্র দিয়ে অনন্যা গুহ জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। কাজ করেছেন লক্ষ্মী কাকিমা, মিঠাই-সহ আরও বেশ কিছু ধারাবাহিকে।
4/5সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ তিনি। ইনস্টাগ্রামে প্রায় তিন লক্ষ মানুষ ফলো করেন অনন্যাকে। দিদি নম্বর ১-এ এসে অনন্যার বাবা অভিযোগ করেছিলেন, ‘লেখাপড়া ছেড়ে সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে।’ তবে অনুরাগীদের মনে কিন্তু খুব জায়গা করে নেয় অনন্যার শেয়ার করা রিলগুলো।
5/5হটনেসে এভাবেই কাবু করে চলেছেন অনন্যা অনুরাগীদের। কোনও রকম ট্রোলকে পাত্তা না দিয়েই।