এই মুহূর্তে টিভির সবচেয়ে চর্চিত জুটি নিসন্দেহে আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে দু'জনকে ভাইবোনের চরিত্রে দেখা গেলেও, বাস্তবে কিন্তু চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে এসে প্রেমচর্চায় সম্মতিও দিয়ে গিয়েছেন। আসলে চারদিকে যতই কটাক্ষ হোক না কেন, নিন্দুকের মুখে ছাই দিয়ে বেশ ভালোই প্রেম চলছে তাঁদের।
দিনকয়েক আগেই মা আর প্রেমিকা অর্থাৎ কৌশাম্বিকে নিয়ে জন্মদিন পালন করে চর্চায় এসেছিলেন আদৃত। এতদিন একফ্রেমে আসা এড়িয়েই চলতেন দু'জন। তা নিয়ে যদিও নেটপাড়া কটাক্ষ করার সুয়োগ ছাড়ত না। তবে আদৃতের মা-র সঙ্গে কৌশাম্বিকে দেখে অনেকের মনেই প্রশ্ন এসেছিল, অভিনেত্রী নিজের বাড়িতে প্রেমের কথাটা জানিয়েছেন তো? এই একই প্রশ্ন করেছিলেন রচনাও। তা কী জানালেন কৌশাম্বি টিভির দিদির প্রশ্নের উত্তরে!
কৌশাম্বির পিছনে লেগে রচনা প্রশ্ন করেন, ‘আমার করোলা খেতে ভালো লাগে, তোমার কি উচ্ছে খেতে ভালো লাগে?’ যাতে কৌশাম্বি জবাব দেন, ‘হ্যাঁ আমার উচ্ছে খেতে ভালোই লাগে, আমি তেতো খেতে ভালোবাসি।’ তারপরই কোনও রাখঢাক না করে সোজাসুজি প্রশ্ন করেন রচনা। জানতে চান, ‘বাড়িতে জানিয়েছ? বলেছ না বলোনি না আমিই প্রথম জানালাম?’ লজ্জায় লাল কৌশাম্বি বলেন, ‘আসলে ডিসিশন নিতে অনেকসময় একটু সময় লেগে যায়। আমারও লেগেছে। তবে এটুকু বলতে পারি আগামীতে যা হবে ভালোই হবে।’ এরপর রচনা ফের প্রশ্ন করেন, ‘মা-বাবা খুশি?’ তাতে ঘাড় নেড়ে কৌশাম্বির জবাব, ‘হ্যাঁ খুশি’।
মিঠাই-এর নন্দা হিসেবে অনেক ভালোবাসাই পেয়েছেন তিনি দর্শকদের থেকে। যদিও একাংশের অভিযোগ তাঁর কারণেই নাকি আদৃত আর সৌমিতৃষার মধ্যে রোম্যান্টিক সম্পর্ক তৈরি হয়নি। তবে সেই সম্ভাবনা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন মিঠাই নিজে। জানিয়েছেন, টিভিতে শাহরুখ-কাজলকে দেখেও অনেকে ভাবতেন রিয়েল লাইফেও বুঝি তাঁরা স্বামী-স্ত্রী। কিন্তু সেরকমটা তো হয় না। আসলে তাঁরা দু'জনে খুব ভালো বন্ধু।
আপাতত কৌশাম্বিকে দেখা যাবে ‘ফুলকি’-তে। বক্সিংয়ের উপরেই তৈরি হচ্ছে এই সিরিয়াল। নায়িকা চরিত্রে রয়েছেন দিব্যানি মণ্ডল। নায়ক অভিষেক বসু। নায়কের বিধবা বৌদির চরিত্রে কৌশাম্বি। অভিনেত্রী জানিয়েছেন, একদম আলাদা একটা চরিত্র। এর আগে এরকম কাজ তিনি করেননি। তাই ভীষণ এক্সাইটেড।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)