ওটিটি প্ল্যাটফর্মের উপর সরকারি বিধিনিষেধ নিয়ে কড়াকড়ি আগের চেয়ে বেড়েছে। ওটিটি সেন্সরশিপ নিয়ে কেন্দ্র নয়া উদ্যোগ গ্রহণ করেছে, এর মাঝেই দেশের ওটিটি দুনিয়ায় নতুন পথ দেখাচ্ছে পিনারাই বিজয়নের সরকার। বাম শাসিত কেরলে আগামী মাসেই চালু হতে চলেছে দেশের প্রথম সরকারি ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম, খবর সূত্রের।
দু-বছর আগেই এই উদ্যোগের ঘোষণা সেরেছিল পিনারাই বিজয়নের সরকার। করোনাকালে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। স্থানীয় পরিচালক-প্রযোজদের পাশে দাঁড়াতেই এ হেন উদ্যোগ। কেরল স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন ব্যানারে তৈরি এই প্ল্যাটফর্ম সি-স্পেস। পুরস্কার জয়ী ছবি, শর্ট ফিল্ম এবং তথ্যচিত্রকে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। স্বাধীন পরিচালকদের ছবিরও পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কেরল সরকার।
হিন্দুস্তান টাইমসকে কেরল স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তথা জাতীয় পুরস্কার জয়ী পরিচালক শাজি এন করণ জানান, ‘এখন চলচ্চিত্র উৎসবে আমাদের মালায়ালি ছবি শুধু ডেলিগেটরাই দেখার সুযোগ পান। আর সেই ছবি থিয়েটারে মুক্তি পেলেও শুধু কেরলের মানুষই তা দেখতে পারেন। কিন্তু কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে সব আন্তর্জাতিক মানের ছবি প্রদর্শিত হচ্ছে, তা বৃহত্তর জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’
ওটিটিকে ‘প্য়ারালাল কালচারাল মুভ’ বলে উল্লেখ করে শাজি এন করণ আরও বলেন, ‘অন্যরকমের’ এবং ‘বৈচিত্র্যময়’ মালায়ালি ছবি এই প্ল্যাটফর্মের অংশ হবে। স্ট্রিমিং জায়েন্ট আমাজন প্রাইম ভিডিয়ো কিংবা নেটফ্লিক্সের সুবাদে মালায়ালি সিনেমা দেশের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে। কিন্তু স্টার-পাওয়ারের সামনে অনেক সময়ই প্রচারের অন্ধকারে থেকে যায় ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারদের ছবি। সি-স্পেস সেইসব পরিচালকদের জন্য মুক্ত বাতাস।
চলতিবার অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছে মালায়ালি ছবি ‘২০১৮: এভরিওয়ান ইজ এ হিরো’। ২০১৮ সালে কেরলের ভয়াবহ বন্যার ছবি উঠে এসেছে এই ছবিতে, যে প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কেড়েছিল ৫০০ জনের। অস্কারের চূড়ান্ত মনোনয়নে জায়গা না পেলেও দেশজুড়ে প্রশংসিত এই ছবি।
এই ওটিটি প্ল্যাটফর্মে শুধুমাত্র মালায়ালি ভাষার ছবি বা সিরিজ কিংবা তথ্যচিত্র, শর্টফিল্মই জায়গা পাবে। এরজন্য থাকছে একটি বিশেষজ্ঞ প্যানেল। তাঁদের থেকে সবুজ সংকেত পেলেই সি-স্পেসে জায়গা পাবে ওই কনটেন্ট। নাম নথিভুক্তকরণের কোনও টাকা লাগবে না। এটা ক্রিয়েটার-ফ্রেন্ডলি ওটিটি প্ল্য়াটফর্ম, দাবি কেরল স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের। জানা যাচ্ছে, আপতত সি-স্পেসে ছবি দেখতে ৭৫ টাকা খরচ করতে হবে দর্শকদের।