বাংলা নিউজ > বায়োস্কোপ > Nana Patekar Viral Video: সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় কষিয়ে ‘ভিলেন’ নানা, সত্যিটা জানালে হাত কামড়াবেন!

Nana Patekar Viral Video: সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় কষিয়ে ‘ভিলেন’ নানা, সত্যিটা জানালে হাত কামড়াবেন!

মেজাজ হারালেন নানা

Nana Patekar Viral Video: অনেক সময় চোখে দেখা জিনিসের উপরও চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়!নানা পাটেকরের ভক্তকে চড় মারার ভিডিয়ো ভাইরাল, কিন্তু সেই ভিডিয়োর পিছনের সত্যিটা কী জেনে নিন-

হুট করে প্রিয় তারকাকে কাছে পেলে সেই দৃশ্য ফ্রেমবন্দি করে রাখত চায় সকলেই। কেউ সেই ডাকে সাড়া দেন, আবার কেউ এড়িয়ে যান তবে অনেক সেলেব্রিটি মেজাজ হারিয়ে মারমুখী হয়ে ওঠেন। অতীতে সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মেরেছেন জন আব্রাহাম, ফোন কেড়ে নিয়েছেন সলমন। এবার এক যুবককে কষিয়ে চড় মারলেন ‘ওয়েলকাম’ অভিনেতা। সেই ভিডিয়ো সোশ্যালে ছড়িয়ে পড়তেই বর্ষীয়ান অভিনেতাকে তুলোধনা করছেন নেটিজেনরা।

ভাইরাল ভিডিয়োয় দেখা গেল বাদামি রঙা ব্লেজার এবং টুপিতে শ্যুটিং ফ্লোরে দাঁড়িয়ে রয়েছেন নানা। শটের প্রস্তুতি চলছে। বেনারসে চলছিল তাঁর আসন্ন ছবি ‘জার্নি’র শ্যুটিং। সেখানেই পাশে দাঁড়ানো এক যুবক হুট করে নানার পাশে গিয়ে সেলফির আবদার করে, রেগে গিয়ে তাঁকে মাথায় জোরে চাঁটি মারেন। পরে সেটের অপর এক সদস্য ওই যুবককে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়।

এর জেরেই সোশ্যাল মিডিয়ায় ‘খলনায়ক’ নানা। একজন লেখেন, ‘আম জনতাই এদের মাথায় চড়িয়েছে। ভগবানের আসনে বসিয়েছে এইসব ক্রিকেটার আর অভিনেতাদের। তার পরিবর্তে আমরা কী পাচ্ছি? চড় আর ঘাড় ধাক্কা, লজ্জাজনক’। অপর একজন লেখেন, ‘২৬/১১ মুম্বই অ্য়াটাক ছবির শেষে এই লোকটা এমনভাবে কথা বলছিল যেন ওর চেয়ে বড় দেশভক্ত আর কেউ নেই, কিন্তু দেখুন এর আসল চেহারা। সাধারণ মানুষের সঙ্গে এমন দুর্ব্যবহার সত্যি লজ্জাজনক’। স্টারডম থাকলেই নয় না, মনুষ্যত্ব থাকতে হয়, নানাকে উপদেশ নেটিজেনদের।

কিন্তু আসল ঘটনা সামনে আসতেই হাত কামড়াচ্ছে অনেকে। গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন জার্নির পরিচালক অনিল শর্মা। তিনি আজ তক-কে জানান, এই মিডিয়ায় এই নিয়ে লেখালেখি শুরু হতেই বিষয়টি গোচরে আসে তাঁর। এই ঘটনায় তাজ্জব তিনি। কারণ নানা কারুর গায়ে হাত তোলেননি, বরং সেটি তাঁর ছবির দৃশ্য। তিনি বলেন, ‘আমি জানি না কী বলব! এটা আমার ছবির দৃশ্য। সিন অনুসারে ওই যুবক (জুনিয়ার আর্টিস্ট)-এর মাথায় চাঁটি মারার কথা নানার। সেটাই ঘটেছে। রাস্তায় লোক জনেরা ওই ভিডিয়ো ফোনে তুলে ভাইরাল করেছে। উনি খুব ভালো মানুষ’।

এই অহেতুক বিতর্ক নিয়ে নানা পাটেকর কোনও মন্তব্য করেননি। জার্নিতে নানা ছাড়াও দেখা মিলবে গদর ২ তারকা উৎকর্ষ শর্মার। শেষ নানা পাটেকরকে দেখা গিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ভ্যাকসিন ওয়ারে। নানা পাটেকরকে নিয়ে অতীতেও বিতর্ক কম হয়নি। এর আগে মিটু বিতর্কে নাম জড়িয়েছিল বর্ষীয়ান অভিনেতার। বাঙালি নায়িকা তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তনুশ্রী ২০১৮ সালে দাবি করেছিলেন, হর্ন ওকে ছবির শ্যুটিংয়ে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা পাটেকর।

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশে পুজোয় ৩৫টি অপ্রীতিকর ঘটনা, নেওয়া হয়েছে পদক্ষেপ, জানালেন IGP 'বারবার হচ্ছে, এবার…..', দুর্গাপুজোয় বোমা ছোড়ার পরে বাংলাদেশকে হুঁশিয়ারি ভারতের অষ্টমীর রাতে লোকালয়ে ঢুকে তাণ্ডব দাঁতালের, হাতির হানায় মৃত্যু শিশুর, আহত মা হাইকোর্টে জামিন পাওয়া ৯ ছাত্রকে মুক্তি দিতে গড়িমসি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ‘‌গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়’‌, চাপ বাড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন আলাপন ফের শূন্য শ্রেয়সের, সেট হয়ে আউট রাহানে, রঞ্জির শুরুতেই পিছিয়ে পড়ল মুম্বই অনিকেতের পর ICU-তে আরও এক অনশনকারী, ‘প্রশাসন শুনতে পাচ্ছেন?’ ক্ষুব্ধ কিঞ্জল আরজি কর হাসপাতালে ঘুরপাক খাচ্ছিল সঞ্জয়, ৫৩টি সিসিটিভি ফুটেজে কী পেল সিবিআই? অনশনকারীরা মৃত্যুর দিকে…ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়…মোদীকে চিঠি ফেমার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ২৪৭ জন বিজ্ঞানীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.